পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ঢাকার ইতিহাস । [ २ग्न थ७ উৎকলদেশে উপনীত হইয়াছিলেন। ইহা হইতে স্পষ্টই অনুমিত হয় যে নদী মেখলা বেষ্টিত পূৰ্ব্ববঙ্গকেই কালিদাস বঙ্গ বলিয়া উল্লেখ করিয়াছেন। কথিত আছে যে, মহারাজ বল্লালসেন তাহার শাসনাধীন স্থানকে পঞ্চভাগে বিভক্ত করেন ; যথা—(১) রাঢ় (হুগলীনদী ও পদ্মানীর মধ্যবর্তী, (২ ) বাগড়ী (পদ্মা ও ভাগিরথীর মধ্যবর্তী), (৩) বারেজ (পশ্চিমে মহানন্দ, দক্ষিণে পদ্মা ও পূৰ্ব্বে করতোয়, এতন্মধ্যবৰ্ত্তী ভূভাগ ), (৪) মিৰিল (পূৰ্ব্বে মহানা ও গৌড়রাজ্য, পশ্চিমে ও দক্ষিণে ভাগিরথী, এই ভূমিখণ্ড), (৫ ) বঙ্গ ( করতোয় ও ব্রহ্মপুত্রের মধ্যবৰ্ত্তী স্থান ) ( )। যনীবি মিঃ হেমিল্টন লিখিয়াছেন, “বাঙ্গালার রাজধানী এই বঙ্গ প্রদেশের অন্তর্গত ঢাকা নামক স্থানের অনতিদূরে বহুপূৰ্ব্বে এবং পরেও প্রতিষ্ঠিত ছিল, এই বঙ্গ হইতে সমুদয় প্রদেশ গুলিই বঙ্গদেশ নামে অভিহিত হইয়াছে” (}) । সুপ্রসিদ্ধ ঐতিহাসিক ব্লকম্যান সাহেব বলেন, Banga the country to the east of and beyond the delta (t) এরিয়ান, ডিওডোরাস এবং টলেমী-প্রমুখ প্রাচীন গ্রীক-গ্রন্থকার • Vide Buchanon Hamilton's Hindusthan Vol. I page 1 14. (†) Banga or the territory east from the Karataya towards the Brahmaputra. The capital of Bengal both before and afterwards, having long been near Dacca in the province of Banga, the name is said to have been communicated to the whole"—Hamilton's Hindusthan vol. I. (3) J. A. S. B. 1873 No. III and H. Blochman's History and Geography of Bengal.