পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼbᏉ8 ঢাকার ইতিহাস । ২য় খণ্ড । আত্মীয় রাষ্ট্রকূটগণের প্রভাব বাড়িয়াছিল। তাছাদের চেষ্টাতেই রাষ্ট্র-কুট-রাজ-দৌহিত্র দেবপাল গৌড়-সিংহাসন লাভে সমর্থ হইয়াছিলেন” (১)। বলাবাহুল্য যে এই সমুদয়ই বস্তুজ মহাশয়ের কল্পন প্রস্থত। ডাক্তার হুলজ দেবপালকে এবং জয়পালকে বাকৃপালের পুত্র বলিয়া ব্যাখা করিয়া গিয়াছেন। স্তর উইলিয়ম জোন্সের টিপ্পনীসহ ১৭৮৮ খৃষ্টাব্দের এসিয়াটিক সোসাইটার পত্রিকায় দেবপাল দেবের মুঙ্গের লিপির মৰ্ম্ম ইংরাজী ভাষায় লিপিবদ্ধ হয়, কিন্তু পাঠোদ্ধার শৈথিল্যে এবং ব:থ্য:ব-:ট দেবপাল দেব (ধৰ্ম্মপালের ভ্রাতা) বাকৃপালের পুত্র বলিয়া পরিচিত হইয়া পড়িয়াছিলেন। এখনও অনেকের প্রবন্ধে ও গ্রন্থে এই ভ্রম সংক্রামিত হইয়া আসিতেছে। কিন্তু অধ্যাপক কিলহৰ্ণ যেরূপ পাঠ উদ্ধৃত করিয়া গিয়াছেন, তদনুসারে দেবপাল দেব এই তাম্রশাসনে আপনাকে ধৰ্ম্মপাল দেবের পুত্র বলিয়াই আত্ম পরিচয় প্রদান করিয়া গিয়াছেন (২ )। নারায়ণপাল দেবের ভাগলপুর তাম্রশাসনে লিখিত আছে (৩) — "রামস্তোব গৃহীত-সত্য তপস স্তস্তামুরূপে গুণৈ: সৌমিত্রে রূপাদিতুল্য-মহিমা বাকপাল নামাযুজঃ। যঃ শ্ৰীমান্নয়-বিক্রমৈক-বসতিভ্রাতুঃ স্থিতঃ শাসনে শুষ্ঠা: শক্ৰ-পতাকিনীভিরকরোদেকাতপত্রাদিশঃ ॥ ( ১ ) বঙ্গের জাতীয় ইতিহাস-রজিস্তকাও, ১৫৭, ১৫৮ পৃষ্ঠা ৷ (২) "প্লায্য পতিব্ৰতালে মুক্ত রত্বং সমুদ্র-গুক্তিরিষ। ইদেবপাল জেষং প্রসন্ন বক্তং স্বত প্রস্থত " ॥ দেবপাল দেবের মুজের তাম্রশাসন, ১১ মোক। গৌড়লেখমালা ৩৪, ৩৭ পৃষ্ঠা। (৩) গৌড়লেখমালা ॥৭ পৃষ্ঠা।