পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Xఏ8 ঢাকার ইতিহাস । [ २झ १७ ।। যোগের, উনায়প্রাপ্ত ৯৫৬ বিক্রম সংবতের (৮১৯ খৃষ্টাব্দের ) তাম্রশাসনে তাহার পিতা বলবৰ্ম্ম সম্বন্ধে উক্ত হইয়াছে, তিনি জজপাদি নৃপতিগণকে নিহত করিয়া, ভুবন হণবংশ হীন করিয়াছিলেন (১)। দেবপালের পরবর্তী যুগে, খৃষ্টীয় দশম শতাদে, হুণগণ মালবে উদীয়মান পরমার রাজবংশের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। পদ্মগুপ্তের “নবসাহসাঙ্কচরিত” এবং পরমার রাজগণের প্রশস্তি হইতে জানা যায়, পরমার রাজ দ্বিতীয় শিয়ক, তদীয় পুত্র উৎপল মুঞ্জরাজ (৯৭৪–৯৯৫ খৃঃ অঃ ) এবং সিন্ধুরাজ, যথাক্রমে কুণরাজগণের সহিত যুদ্ধে ব্যাপৃত ছিলেন। দেবপাল সম্ভবত মালবের হুণগণের গৰ্ব্ব খৰ্ব্ব করিয়াছিলেন (২) । গুরবমিশ্রের গরুড়স্তম্ভ লিপি হইতে জানা যায় যে, “মন্ত্রী কেদার মিশ্রের বুদ্ধিবলের উপাসনা করিয়া, গৌড়েশ্বর দেবপালদেব উৎকলকুল উৎকিলিত করিয়া, চুণ গৰ্ব্ব খৰ্ব্বীকৃত করিয়া, এবং দ্রবিড় গুর্জর-নাথদৰ্প চুর্ণীকৃত করিয়া, দীর্ঘকাল পর্য্যন্ত সমুদ্রদ্রবিড়েশ্বর,গুর্জর মেখলাভরণা বযুদ্ধর উপভোগ করিতে সমর্থ পতিও দেবপাল। হইয়াছিলেন” (৩ ) ! আবার ৫ম শ্লোক হইতে দেবপালের বিন্ধ্যপৰ্ব্বতে অভিযান প্রেরণের প্রসঙ্গও অবগত হওয়া যায় ( ৪ ) । দেবপাল দেবের মুঙ্গের (») Epigrapbia Indica Vol. IX. P. 8. (২) গৌড়রাজমালা ৩১-৩২ পৃষ্ঠা। ( 3 ) "উৎকালিতোংকল-কুল হৃত-হুণ-গৰ্ব্বং शक्री कृङ अदिप्ल ७éद्र नाथ म*६ ।। ভূপীঠ মন্ধি রশনাভরণ ভোজ C শ্চির মুপাস্ত ধিয়ং যদীয়াং" । গৗড়েশ্বর শ্চির মু গৌড় লেখমালা ৭৪,৮১ পৃষ্ঠা। (৪) গৌড় লেখমালা ৭২ পৃষ্ঠা, গরুড়ন্তত লিপি।