পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sసాల ঢাকার ইতিহাস । [ २ग्न थ७ ।। তৃতীয় গোবিন্দের পুত্র প্রথম অমোঘ বর্ষ যে ৮১৫ খৃষ্টাব্দেই পিতৃসিংহাসন লাভ করিয়াছিলেন, তাহ ধৰ্ম্মপালের প্রসঙ্গে প্রদর্শিত হইয়াছে। এই অমোঘবর্ষ দীর্ঘকাল পর্য্যন্ত রাজত্ব করিয়াছিলেন বলিয়া জানা যায়। সৌন্দন্ত্রর শিলালিপি ৭৯৭ শকে বা ৮৭৫ খৃষ্টাব্দে অকাল বর্য বা দ্বিতীয় কৃষ্ণের রাজত্বকালে উৎকীর্ণ হইয়াছিল বলিয়া লিখিত আছে। পক্ষাস্তরে কাছেরি গুহার শিলালেখ ইহার দুই বৎসর পরে ৭৯৯ শকে বা ৮৭৭ খৃষ্টাব্দে দ্বিতীয় কৃষ্ণের পিতা প্রথম অমোঘ বর্যের শাসন সময়ে খোদিত হইয়াছে বলিয়া জানা গিয়াছে (১)। স্বতরাং আপাততঃ এই উভয় শিলালেখ-বর্ণিত তারিখে বৈষম্য দেখা গেলেও, অমোঘবর্ষ বিরচিত “প্রশ্নোত্তর-রত্নমালিকায়” ইহার মীমাংসা রহিয়াছে। উক্তগ্রন্থে লিখিস্ত আছে যে, বিবেক-প্রবুদ্ধ অমোঘবৰ্ষ পরিণত বয়সে সংসারে বীতস্পৃহ হইয়৷ রাজ্য হইতে অবসর গ্রহণপূর্বক রত্নমালিকা গ্রন্থ প্রণয়ন করিয়াছিলেন (২ )। সুতরাং অমোঘবর্ষের জীবিতকাল মধ্যে তদীয় পুত্র অকালবৰ্ষ বা দ্বিতীয়কৃষ্ণ রাষ্ট্রকুট সিংহাসনে প্রতিষ্ঠিত হইয়াছিলেন বলিয়াই কানহেরি ও সৌন্দত্তির শিলালেখ-বর্ণিত সময়ের বৈষম্য দেখা যাইতেছে। যাহা হউক দ্বিতীয়কৃষ্ণ যে ৮৭৫ খৃষ্টাব্দের পূৰ্ব্বে সিংহাসন লাভ করেন নাই, তাহা নিঃসন্দেহে বলা যাইতে পারে । কিন্তু দেবপাল যে ৮৭৫ খৃষ্টাব্দের পরেও জীবিত ছিলেন তাহার কোনও প্রমাণ অদ্যাবধি আবিষ্কৃত হয় লাই। এজন্ত আমরা মনে করি (3) Bhandarkar's History of Deccan Page 200, (R) "বিবেকত্যিক্ত রাজ্যেন রাজ্ঞেয়ং রত্নমালিকা । রচিতামোঘবর্ষেণ স্বধিয়া সদলং কৃতি:" । Bhandar kar's Search for Sanskrit Mss. for 1883-84. Notes &c Page ii.