পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম অঃ ] দ্রবিড়েশ্বর, গুর্জরপতি ও দেবপাল। ১৯৭ রাষ্ট্রকূটপতি প্রথম অমোঘ বর্ষের সহিতই গৌড়-বঙ্গাধিপতি দেবপালের সংঘর্ষ উপস্থিত হইয়াছিল। আবার প্রথম অমোঘবর্ষের সিরুর ও নীলগুণ্ডে আবিষ্কৃত শিলালিপিদ্ধয় হইতে জানা যায় যে, অঙ্গ, বঙ্গ, মগধ, মালব ও বেঙ্গীর অধিপতিগণ র্তাহার অর্চনা করিয়াছিলেন (১)। সুতরাং ইহা হইতেও গৌড়-বঙ্গাধিপতির সহিত প্রথম অমোঘ বর্ষের যে যুদ্ধ হইয়াছিল তাহার প্রমাণ প্রাপ্ত হওয়া যাইতেছে ; অমোঘবর্ষ ঘষ্টি বৎসরেরও অধিককাল মান্তখেটের সিংহাসনে সমাসীন ছিলেন। সুতরাং তিনি সম্ভবতঃ দেবপাল দেবেরই সম সাময়িক । কিন্তু এই পাল রাষ্ট্রকুট দ্বন্দ্বে বিজয়লক্ষ্মী কাহার প্রতি সুপ্রসন্ন হইয়াছিল তাহা নিৰ্দ্ধারণ করা শক্ত, কারণ আমরা উভয়পক্ষের প্রশস্তিকারকেই সমস্বরে জয়ঘোষণা করিতে দেখিতে পাইতেছি। ঐযুক্ত রাখাল দাস বন্দোপাধ্যায় অনুমান করেন যে, পালরাষ্ট্রকুটের এই সংঘর্ষের ফলে দেবপাল বা প্রথম আমেৰি বর্ষ কেহই জয়লাভ করেন নাই (২ )। ফুিট সাহেব সিরুর লিপির উক্তি অতিরঞ্জিত বলিয়া মনে করেন (৩)। যোধপুর রাজ্যের অন্তর্গত দৌলতপুর নামক স্থানে অবিকৃষ্ণ ৯০ • বিক্রমাব্দে বা ৮৪৩ খৃষ্টাব্দে সম্পাদিত গুর্জর প্রতাহার রাজ ছিষ্ঠীর |-------------—--a (১) “অরিনৃপতি মুকুট ঘটিত চরণঃ সকল ভুবন বন্দিত শৌর্য্য: | বঙ্গাঙ্গ মগধ মালব বেঙ্গীশৈরচ্চিতোহতিশয় ধবলঃ ॥ Epigraphia Indica Vol VI. P. 1o3 & Indian Antiquary Vol XII P. 218, (২) প্রবাসী ১৩১৯, চৈত্র ৪৮২ পৃষ্ঠা। (*) “The Sirur inscription claims that worship was done to him by the Kings of Anga, Vanga, Magadha,