পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম অঃ ] দেবপালের মন্ত্রিগণ । }&సి ফলে মিহিরভোজ তৎকালে সম্ভবতঃ দেবপালকে পরাজয় করিয়া পাল সাম্রাজ্যের কোনও অংশই অধিকার করিতে সমর্থ হন নাই (১)। কিন্তু গুর্জরগণের পুনঃপুনঃ আক্রমণ প্রতিহত করিতে দেবপালও সক্ষম হন নাই। বারম্বার কান্তকুজ হইতে বিতাড়িত হইয় গুর্জরগণ মিহিরভোজের নেতৃত্বাধীনে ৮৪৩ খৃষ্টা মধ্যে মহোদয় বা কান্তকুঞ্জ অধিকাব করিতে সমর্থ হইয়াছিল। এই অধিকার এত দীর্ঘকাল স্থায়ী হইয়াছিল যে ইতিহাসে বৎসরাজের বংশ মহোদয়-গুর্জর-প্রতীহার-বংশনামে বিখ্যাত। মিহিরভোজ উত্তর-পশ্চিমে পঞ্চনদ সীমান্ত স্থিত তৃণ রাজ্য, দক্ষিণ-পশ্চিমে সৌরাষ্ট্র, উত্তর-পূৰ্ব্বে কান্তকুজ ও দক্ষিণপূৰ্ব্বে নৰ্ম্মদার উৎপত্তি স্থান পৰ্য্যন্ত প্রায় সমগ্র উত্তরাপথে প্রাধান্ত সংস্থাপন করিতে সমর্থ হইয়াছিলেন। গুরব মিশ্রের গরুড়স্তম্ভ লিপি হইতে অবগত হওয়া যায় যে, গুরবমিশ্রের প্রপিতামহ দর্ভপাণি দেবপালেরও প্রধান অমাত্য পদে প্রতিষ্ঠিত ছিলেন। কেবলমাত্র বাকপাল তনয় জয়পালের ভুজবলেই দেবপাল আর্য্যাবৰ্ত্তে স্বীয় প্রাধান্ত স্থাপন করিতে সমর্থ দেবপালের হন নাই, দর্ডপাণির নীতি কৌশলেৰ সম্বন্ধও মন্ত্রিগণ । তাহার সহিত বৰ্ত্তমান ছিল। দেবপাল দর্ভপাণিকে অত্যন্ত সম্মান করিতেন । “নানা মদমত্ত মতঙ্গজ-মদবারি-নিষিক্ত-ধরণিতল-বিসপি-খুলি পটলে দিগন্তরাল সমাচ্ছন্ন করিয়া, দিকৃচক্রাগত ভূপালবৃন্দের চির সঞ্চরমান সেনাসমূহ যাহাকে নিরস্তুর দুৰ্ব্বিলোক করিয়া রাথিত, সেই দেবপাল নামক (১) প্রথম ভোজদেবের সাগর তাল লিপিতে ৰেপালের পরাজয়ের কোনই উল্লেখ *f-Annual Report of the Archaeological Survey of India. 1903–4 Page 281.