পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&о о ঢাকার ইতিহাস । [ ২য় খণ্ড । নরপাল উপদেশ গ্রহণের জন্ত দর্ভপাণির অবসরের অপেক্ষায় তাহার দ্বারদেশে দণ্ডায়মান থাকিতেন” ( ১ ) । “সুররাজ কল্প দেবপাল নরপতি সেই মন্ত্রিবরকে অগ্ৰে চন্দ্র বিম্বানুকারী মহাহ আসন প্রদান করিয়া, নানা-নরেন্দ্র মুকুটাঙ্কিত-পাদ-পাংমু হইয়াও স্বয়ং সচকিত ভাবেই সিংহাসনে উপবেশন করিতেন” ( ২ )। “প্রবল পরাক্রান্ত পাল; সব সিংহাসনে স্বকীয় মন্ত্রিবরের সন্মুখে দেবপাল দেবের “সচকিত ভাবে” উপবেশন করিবার কারণ কি, তাছা উল্লিখিত হয় নাই। প্রকৃতি পুঞ্জ কর্তৃক দেবপালের পিতামহ গোপালদেব সিংহাসনে প্রতিষ্ঠিত হইবার কথা স্মরণ করিলে, লোক-নায়ক-মন্ত্রি গণকেই (King Maker ) রাজ-নিৰ্ব্বাচনকারী বলিয়া অনুমান করা যাইতে পারে। “সচকিত” শব্দের প্রয়োগে ইঙ্গিতে সেই ঐতিহাসিকতত্ত্ব স্বচিত হইয়া থাকিতে পারে। নচেৎ কেবল মন্ত্রিবরের প্রতি পদোচিত সম্মান-প্রদর্শন বিজ্ঞাপনার্থ “সচকিত’-শব্দ ব্যবহৃত হইতে পারে না। ইহাতে বৌদ্ধ নরপালগণের শাসন সময়ে বাঙ্গালা দেশে ব্রাহ্মণের সমুচিত পদমৰ্য্যাদার অভাব না থাকিবারই প্রমাণ প্রাপ্ত হওয়া যায়। এই শ্লোকের ব্যাথ্যায় অধ্যাপক কিলহৰ্ণ “অগ্রে” শব্দের অর্থ করিয়াছেন, (১) “মাদ্যগনা গজেন্দ্র-স্ৰবদন বরতোদ্দাম-দান-প্রবাহে মুঠ ক্ষেীণী:বিসপি-প্রবল-ঘনরজঃ-সম্বতাশবকাশ । দিক্‌চক্ৰয়াত-ভূতৃৎ-পরিকর-বিসরবাহিনী দুৰ্ব্বিলোক স্বন্থেী-শ্ৰীদেবপালো নৃপতি রবসরাপেক্ষয় দ্বারি বস্ত" । গৌড় লেখমালা, ৭২, ৭৮ পৃষ্ঠা। (২) দ্বৰাপানয়মুড় পচ্ছবি-পীঠমগ্রে বস্তালন নরপতিঃ স্বররাজ কল্প । নানা নরেন্দ্র-মুকুটাঙ্কিত-পাদপাংহ: সিংহাসনং সচকিতঃ স্বয়মাসসা' । গৌড় লেখমালা, ৭২, ৭৯ পৃষ্ঠা ।