পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇeఆ ঢাকার ইতিহাস । [ २ग्न थ७ ।। তৃতীয় বিগ্রহপাল ও মদনপালের তাম্র শাসন হইতে জানা যায় যে, জয়পালের “অজাত শত্রুর ন্যায় ক্রমান বিগ্রহপাল নামক পুত্র জন্ম গ্ৰহণ করিয়াছিলেন। তাহার বিমল জলধারায় ন্যায় বিমল অসিধারায় শক্ৰবনিতা বর্গের সধবা জনোচিত অঙ্গরাগ বিলুপ্ত হইয়া গিয়াছিল। তিনি শক্রবর্গকে গুরুতর বিপদ ভোগের পাত্র এবং সুহৃদবর্গকে যাবজ্জীবন সম্পৎ সম্ভোগের পাত্র করিয়াছিলেন” ( ১ )। গরুড়-স্বস্ত লিপিতে দেবপালের পরে ও নারায়ণ পালের পূৰ্ব্বে শুরপালের নাম উল্লিখিত হইয়াছে, এবং নারায়ণ পাল, প্রথম মহীপাল, তৃতীয় বিগ্রহপাল ও মদন পালের তাম্রশাসনে নারায়ণ পালের পিতার নাম বিগ্রহপাল বলিয়া উক্ত হইয়াছে। আবার, গরুড়-স্তম্ভ লিপিতে শুরপালকে “নরপাল” বলিয়া অভিহিত করা হইয়াছে, সুতরাং শূরপাল ও বিগ্রহপাল অভিন্ন না হইলে গরুড় স্তস্ত লিপিতে বিগ্রহ পালের নাম এবং মারায়ণ পাল প্রভৃতির তাম্রশাসন গুলিতে শুরপালের নাম উল্লিখিত না হইবার কোনই কারণ দেখা যায় না। সুতরাং শূরপাল যে বিগ্রহ পালেরই নামান্তরমাত্র তদ্বিষয়ে কোনই সন্দেহ নাই। ডা: হরণ লি লিথিয়াছেন(২), “বাদাল স্তম্ভ লিপিতে শুরপাল দেবপালের অব্যবহিত পরবর্তী রাজা বলিয়া উল্লিখিত হইয়াছে ; কেহ কেহ হয়ত (১) “শ্ৰীমান্‌ ধিগ্রহপাল শুৎ সুমুরজাত শত্রু বিজাত । শত্র-বনিতা-প্রসাধন বিলোপ-বিমলাসি-জলধীয়ঃ রিপৰে যেন গুবীণাং বিপদ মাস্পীকৃষ্ঠাঃ । পুরুবায়ুৰ-দীর্ঘাণাং স্বহৃদ সম্পদামপি। গৌড়লেখমালা, ৫৮, ৯৩, ১৪, ১২৪, ১a৯ পৃষ্ঠা। (*) Centenary Review Appendix II Page 297.