পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম অঃ ] বিগ্রহপাল ১ম । శిeసి গুরুতর বিপদ ভোগের পাত্র এবং সুঙ্গস্বৰ্গকে যাবজ্জীবন সম্পং-সম্ভোগের পাত্র করিয়াছিলেন কিনা তাহার প্রমাণ অষ্ঠাপি আবিষ্কৃত হয় নাই । গোঁড়রাজমালার লেখক বলিয়াছেন, "ভাগলপুরের তাম্রশাসনে ষে প্রশস্তিকার ধৰ্ম্মপাল কর্তৃক কান্তকুক্ত-বিজয় এবং দেবপালের আদেশে জয়পাল কর্তৃক কামরূপ ও উৎকল-বিজয় বর্ণনা করিয়া গিয়াছেন, বিগ্রহপালের সম্বন্ধে তেমন কিছু বলিবার থাকিলে তিনি যে তাহ না বলিয়া ছাড়িতেন, এরূপ বোধ হয় না । বিগ্রহপাল, ধৰ্ম্মপাল এবং দেবপালের প্রতিভা এবং উচ্চাভিলাষ উভয়েই বঞ্চিত ছিলেন” (১)। এই অনুমান সঙ্গত বলিয়া বোধ হয় । তিনি সম্ভবতঃ অল্পকাল মাত্রই রাজ্যভোগ করিয়াছিলেন। নারায়ণ পালের ভাগলপুর লিপি হইতে জানা যায় যে, বিগ্রহপাল পুত্র-হস্তে রাজ্য ভার সমৰ্পন করিয়া বানপ্রস্থ অবলম্বন করিয়াছিলেন (২) । বিগ্রহপাল হৈহয়-রাজকুমারী লজ্জা দেবীর পাণিগ্রহণ করিয়াছিলেন। সেই লজ্জা দেবীর বিশুদ্ধ চরিত্র তদীয় পিতৃবংশে এবং পতিবংশে পরম “পাবন-বিধি” বলিয়া পরিগণিত হইয়াছিল (৩) । ( ১ ) গৌড় রাজমাল, ৩৩ পৃষ্ঠা । (২) “তপ" মমাস্তু রাজ্যং তে স্বাভামুক্ত মিদং দ্বয়োঃ । “যস্মিন বিগ্রঙ্গপালেন সগরেণ ভগীরখে” । গৌড় লেখমালা ও• পৃষ্ঠা। (৩) লঙ্গেতি তপ্ত জলখেরিব কস্তা পত্নী বস্তৃত্ব কৃত-ংৈহয়-বংশভূষা । যস্ত: শুচৰি চরিতানি পিতুশ বংশে পহ্লাশ পাবন-বিধিঃ পরমে বহুব" । গৌড় লেখমালা, ৫৮ পৃষ্ঠ । 38