পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૪ 8 ঢাকার ইতিহাস । [ २ग्न २७ বক্ষা করিয়াছিলেন ? তৎকালে গৌড়েশ্বর দেবপাল ভিন্ন রাষ্ট্রকূট রাজ বা কান্তকুক্তরাজের সহিত প্রতিযোগীতা করিতে সমর্থ আর কোন নরপালের পরিচয় এ পর্য্যন্ত পাওয়া বায় নাই। সুতরাং আমরা সিদ্ধান্ত করিতে বাধ্য, প্রতাহার-রাজ মিহিরভোজ, কলচুরিরাজ কোকল্প, রাষ্ট্রকূট রাজ দ্বিতীয় কৃষ্ণ, এবং চান্দেল্লরাজ শ্ৰীহৰ্ষ, আত্ম রক্ষার জন্য সম্মিলিত হইয়া, বিজিগীষু দেবপালের সহিত সংগ্রামে প্রবৃত্ত হইয়াছিলেন”। কোন শক্রর হস্ত হইতে কোকল্প এই সকল প্রবল পরাক্রান্ত নরপালগণকে রক্ষা করিয়াছিলেন তাহা নির্ণয় করা শক্ত। তবে ইঙ্গ স্থির যে, কোকল্পদেব চিত্ৰকুট ভূপাল হর্ষদেবের এবং রাষ্ট্রকূটরাঙ্ক দ্বিতীয় কষ্ণের সমসাময়িক হইলে তাহাকে গুজ্জর-প্রতীহার বংশীয় প্রথম ভোজদেবের সমসাময়িক বলিয়া গ্রহণ করা সঙ্গত নহে। যদি কেকয় দেবকে প্রথম ভোজদেবের এবং দ্বিতীয় কৃষ্ণের সমসাময়িক বলিয়াচ গ্রহণ করিতে হয়, তবুও কোকল্পদেব যে দেবপালের হস্ত হইতেষ্ট ইহাদিগকে রক্ষা করিবার জন্ত অভয় দান করিয়াছিলেন, তাহার প্রমাণ নাই। পরন্থ, প্রথম ভোজদেব এবং দ্বিতীয় কৃষ্ণের প্রধান ও প্রবল শক্ৰ দ্বিতীয় ধ্রুব বা ধ্রুবরাজদেব এবং চালুক্য বংশীয় তৃতীয় গুণক বিজয়াদিত্য ব্যতীত অপর কেহই হইতে পারে না। আমরা জানি যে, রাষ্ট্রকূটরাজ তৃতীয় গোবিদের কনিষ্ঠ ভ্রাতা ইন্দ্রের প্রপৌত্র ধ্রুবরাজদেব বা দ্বিতীয় ধ্রুব, প্রথম অমোঘবর্ষের আদেশে মিহির ভোজকে পরাজিত করিয়াছিলেন (১ ) । গুণক বিজাদিত্য (৩য় ) ও, “দুদ্ধৰ্ষ (১) "ধারা বর্ষ সমুন্নতিং গুরুতরমালোক্য লক্ষ্মা যুতে৷ ধামব্যাপ্ত দিগম্ভরোপি মিহির: সাপ্তবাহাদ্বিতঃ। যাতঃ সোপি শমং পরাভবতমোধ্যাপ্তানন: কিং যুন ধেতীৰামলতেজসা বিরহিত হীণাশ্চ দীন ভূষি" । Indian Anitauary Vol XII page 184.