পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম অঃ ] নারায়ণ পালের চরিত্র । २»¢ প্ৰবাত্রমশালী দ্বিতীয় কষ্ণের ভীতি উৎপাদন পূৰ্ব্বক তাহার রাজধানী মান্তক্ষেত্র ভস্মীভূত করিয়াছিলেন” ( ১ )। কলচুরিরাজ কোকল্পদেব হয়ত ভোজদেব এবং দ্বিতীয় কষ্ণের এই বিপদের সময়েই তাহাদিগকে সাহায্য করিয়াছিলেন। পূৰ্ব্বেই লিখিয়াছি যে, প্রথম ভোজদেবকে কোকল্লদেবের সমসাময়িক বলিয়া গ্রহণ করা সঙ্গত হইবে না । সুতরাং কোকল্পের আশ্রিত ভোজদেব প্রথম ভোজের পৌত্র দ্বিতীয় ভোজদেব হওয়াই সম্ভব। প্রথম ভোজদেবের পুত্ৰ মহেন্দ্র পালের মৃত্যুর পর প্রতাহাব রাজগণের প্রভাব ক্ষুঃ হুইয়া পড়িয়াছিল। দ্বিতীয় ভোজদেব নিৰ্ব্বিবাদে কান্তকুক্সের পৈত্রিক সিংহাসন লাভ করিতে সমর্থ হন নাই। সম্ভবতঃ কোকর্মদেবের সাহায্যেই তিনি কান্তকুক্সের সিংহাসন প্রাপ্ত হইয়াছিলেন। নারায়ণ পালের ভাগলপুর তাম্রশাসনে তাহার স্তায় নিষ্ঠা, দানশলত এবং সাধু চরিত্রের ভূয়সী প্রশংসা করা হইয়াছে। ইহাতে লিখিত আছে যে, “যিনি পৃথিবী পালনার্থ দিক্ পালগণ কর্তৃক বিভক্ত শ্ৰী (গুণ সমূহ ) আত্ম শরীরে ধারণ করিতেছেন, সেই পুণ্যোত্তর ঐমান নারায়ণ পাল নামক পুত্রকে বিগ্রহপাল দেব লজ্জা দেবীর গর্ভে জন্মদান করিয়াছিলেন। সেই পুত্র সমস্ত-সামন্ত-শিরোমণি-জ্যোতিঃ-সংস্পর্শ স্বশোভিত-পাদ-পীঠসংযুক্ত গুয়াজ্জিত রাজ নারায়ণ পালের সিংহাসন আত্ম-চরিত্র- জ্যোতি: )-সংস্পর্শে कब्रिद्ध । অলঙ্কৃত করিতেছেন। চিত্তক্ষেত্রে পুরাণ-ৰর্ণিত পৰিত্ৰ বৃত্তান্তের ন্তায় প্রতীয়মান নারায়ণপাল দেবের (ধৰ্ম্মার্থকামমোক্ষ রূপ) চতুৰ্ব্বৰ্গ-নিধানভূত পবিত্র চরিত্রের অনুকরণ করিতে আরম্ভ করিবার জন্ত সকল মহীপালই ইচ্ছা করিয়া


—--------

( 3) Indian Antiquary Vol XX. page Io2-1o3.