পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१च वः ] মহীপাল (১ম)। २२¢ করিয়াছিলেন এবং ভ্রাতৃদ্বয় কর্তৃক সিংহাসনচ্যুত হইবার ভয়ে রামপালের সহিত অপর ভ্রাত পূৰ্বপালকেও লৌহ নিগড়বদ্ধ করিয়া কারাগারে নিক্ষেপ করিয়া ছিলেন । থলস্বভাব ব্যক্তিগণ মহীপালকে বলিয়াছিল যে, রামপাল কৃতী এবং ক্ষমতাশালী, সুতরাং তিনি বলপূর্বক ওঁাহার হস্ত হইতে রাজ্যগ্রহণ করিবেন অথবা ভঁাহাকে হত্যা করিবেন । রামপাল দেব যে সময়ে কারারুদ্ধ, সেই সময়ে মহীপাল সামাঙ্ক সেনা লইয়া বিদ্রোহী দিগের সম্মিলিত সেন সমূহের সহিত সংগ্রামে পরাজিত হইয় নিহত হইয়াছিলেন” ( ১ ) । সুতরাং দেখা যাইতেছে যে, দ্বিতীয় মহীপাল অতি অল্পকাল মাত্রই সিংহাসনে সমাসীন ছিলেন এবং ষে কয়দিন ছিলেন তাহ ভ্রাতৃ-নিৰ্য্যাতনেই ব্যয়িত হইয়াছিল ; পরে বরেজের প্রজা-ৰিয়োহদমন করিতে যাইয়া বিদ্রোহীদিগের হস্তে নিহত হইয়াছিলেন । সুতরাং তাহার পক্ষে পুৰ্ব্ববঙ্গে আধিপত্য-বিস্তার বা বিনষ্ট রাজ্যের পুনরুদ্ধার করিবার একেবারেই অবসর ছিল না । এই সমুদয় বিষয় পৰ্য্যালোচনা করিলে স্পষ্টই প্রতীয়মান হইবে যে, বাঘাউরা-লিপি প্রথম মহীপাল দেবেরই তৃতীয় রাজ্যাঙ্কে উৎকীর্ণ হইয়াছিল। প্রথম মহীপাল পিতৃ-রাজ্য পুনরুদ্ধার করির বরেক্সে প্রতিষ্ঠিত হইলে, পূৰ্ব্ববঙ্গ তাহার হস্তচু্যত হইয়াছিল। তাহার বংশধরগণ মধ্যে আর কেহই তাহা মুক্ত করিতে সমর্থ হন নাই । মহীপাল দেবের নবম-রাজ্যাঙ্কে পেও বৰ্দ্ধন ভুক্তির জন্তঃপাতী কোটিবর্ষ বিষয়ে গোকলিকা মগুলে চুটপল্লিকা বর্জিত কুরটপল্লিক গ্রাম মহাবিষুব সংক্রান্তিত বুদ্ধ ভট্টারকের উদ্দেশ্যে কৃষ্ণাদিত্য দেব ( ১ ) রামচরিত ১২১, ৩১, ৩০, ৩৬,৩৭ টাকা । ఁ