পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩e ঢাকার ইতিহাস [ રક્ષ શરુ । সোমবংশোদ্ভব গৌড়ধ্বজ গাঙ্গেয় দেব (১) ও দিগ্বিজয়ী রাজেন্দ্র চোল এই সময়েই তাহার রাজ্য আক্রমণ করিয়াছিলেন, সুতরাং তাহাকে স্বীয় রাজ্যরক্ষার উপায় নিৰ্দ্ধারণ করিতেই ব্যস্ত থাকিতে হইয়াছিল ; আর্য্যাবর্তের অপরাংশের কি দশা হইতেছিল, হয়ত তাহার সে দিকে দৃষ্টিপাত করিবারও অবসর ছিলনা ; অথবা হয়ত তিনি সেরূপ ক্ষমতাশালাও ছিলেন না। শ্ৰীযুক্ত রমাপ্রসাদ চন্দ্র যথার্থক্ট বলিয়াছেন, “তিনি স্বীয় রাজ্যের বর্হিভূত তীর্থক্ষেত্র সম্বন্ধে একান্ত উদাসীন ছিলেন, সুলতান মামুদের অভিজাননিচয় সম্বন্ধে গৌড়াধিপ মহীপালের এই প্রকার ঔদাসীন্য উত্তরাপথের সৰ্ব্বনাশের অন্যতম কারণ। যদি মহীপাল গৌড়রাষ্ট্ররে সেনাবল লইয়া সাহি জয়পাল, অনঙ্গপাল, বা ত্রিলোচন পালের সাহায্যার্থ অগ্রসর হইতেন, তবে হয়ত ভারতবর্ষের ইতিহাস স্বতন্ত্র আকার ধারণ করিত।” কিন্তু মগধে গোবিন্দ পাল ও বঙ্গে লক্ষণ সেনের পুত্ৰগণ প্রায় দ্বিশত বৎসর পরে মহীপালের এই ঔদাসীন্তের ফলভোগ করিয়াছিলেন । শ্ৰীযুক্ত রমাপ্রসাদ চন্দ মহাশয় লিথিষাছেন, “রাঢ়দেশে (মুর্শিদাবাদ ( ১ ) মহামহোপাধ্যায় ষ্ট্ৰীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক নেপালে আবিষ্কৃত একগনি রামায়ণের পুস্পিকায় লিখিত আছে, “সংবৎ ১০৭৬ আষাঢ় বদি ৪ মহারাজাধিরাজ পুণ্যাবলোক সোমবংশোদ্ভব গোঁড়ধ্বজ শ্ৰীমদ গাঙ্গেয় দেব ভূজামান তাঁরভুক্তে কল্যাণ iবজয় রাজে নেপাল দেশীয় প্রভাব শালিক স্ত্র আনন্মষ্ঠ পাটকাবস্থিত কোয়স্থ : পণ্ডিত শ্ৰীশ্ৰীৰূরস্তাজুজ শ্ৰী গোপভিন। লেখিদম্। ( Journal of the Asiatic Society of Bengal. VoI LXXII. 1903, pt 1 P. 18. ) :\sqt: Návi: দেবের রাজাকালে, ১০১৯ খৃষ্টাব্দে সোম বংশোদ্ভব গাঙ্গেয় দেৰ ষে গৌড়রাজা আক্রমণ করিয়া মিথিলা অধিকার ফরিয়াছিলেন তদ্বিধরে কোনও সঙ্গেহ নাই ! ৰেণ্ডল এই গাঙ্গেয় দেবকে চৌর কলচুরি বংশীয় গাঙ্গেয় দেবের সহিত অভিন্ন বলিয়া মনে করেন। শ্রদ্ধাস্পদ যুক্ত রামপ্রসাদ চঞ্জ বলেন, "ফরাসী পণ্ডিত লেভি স্বরচিত নেপta14 §fsgiri (Levis Le Nepal, Vol 11. 1’, 2oz. note ) CATS(-IŲ G*\o