পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8० ঢাকার ইতিহাস । [ ২য় খণ্ড ।

  • ལྷ་ས།་ལྟ་ ত্ৰৈলোক্যচন্দ্র ཁག་བཅས་

| প্রচন্দ্র ੋਕ ا۔ =ময়নামতি ੰਕ উপরোক্ত সম্বন্ধ স্থিরীকৃত হইলে এবং মাণিকচন্দ্র-তনয় গোবিন্দচন্দ্র তিরুমলয় শিলালিপির গোবিন্দচন্দ্র হইতে অভিন্ন হইলে, বলিতে হয় যে, প্রচন্দ্র অপুত্ৰক অবস্থায় পরলোক গমন করিলে গোবিন্দচন্দ্র শ্রীচন্দ্রের পরিত্যক্ত রাজ্যে প্রতিষ্ঠিত হইয়াছিলেন ; এবং সেজন্তই রাজেন্দ্র চোল ১৯২৪ খৃষ্টান্ধের পূর্ববৰ্ত্তী কোন সময়ে গোবিন্দচন্দ্রকে বঙ্গালদেশের অধিপতি দেখিয়াছিলেন। জাবার ময়নামতীর পিতা ডিলোকচাদ এবং শ্রীচন্দ্রের পিতা ত্ৰৈলোক্য চঞ্জ অভিন্ন হইলে ময়নামতীকে প্রচন্দ্রের ভগিনী এবং মাণিকচন্ত্রকে ভিন্নবংশীয় বলিয়া ধরিয়া লইতে হয়। তাহা হইলে এই উভয় বংশলতা আবার নিম্নলিখিত আকার ধারণ করে, পুর্ণচজ ੋਂ স্থবৰ্ণচন্দ্র ਾਂ rs মাণিকচন্দ্র = لميه