পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায়। বৰ্ম্মরাজগণ । চন্দ্ররাজগণের শাসন-পাট উন্মুলিত হইবার পরেই সম্ভবতঃ বঙ্গে বৰ্ম্মরাজগণেব অভৃদয় হইয়াছিল। বেলাবলিপি, ভবদেবভট্টের কুলপ্রশস্তি, হরিবল্ম দেবের বেঞ্জনীসার তাম্রলেখ প্রভৃতি হইতে বঙ্গাধিপতি বৰ্ম্ম-বংশীয় নরপালগণের কথঞ্চিৎ পরিচয় উদঘাটিত হইয়াছে। হরিবল্মার ১৯ শ রাজ্যাঙ্কে লিখিত “অঃসাহত্রিক প্রজ্ঞাপারমিন্স” নামক একখানি পুথি, তদীয় ৩৯ শ রাজ্যাঙ্কে লিখিত বিমলপ্ৰভা নামক লঘুকালচক্রান টকা, ভুবনেশ্বর-মন্দির গাত্রে-উৎকীর্ণ ভট্ট ভবদেবের কুলপ্রশস্তি, হরিবর্ধার বেজনীসার লিপি, রাধবেন্দ্র কবিশেখর বিরচিত ভবভূমিবার্তা, প্রভৃতিতে হরিবর্ঘ নামক জনৈক বঙ্গাধিপতির নাম উল্লিখিত হইয়াছে। এতদ্ব্যতীত বেলাব লিপির ৩য়, ৪র্থ ও ৫ম শ্লোকের মধ্যেও এক হরিবল্মার আভাস পাওয়া যায়; এবং পঞ্চম শ্লোকোল্লিখিত “হরে বান্ধবাঃ” এই কথা কয়টাতে আভাসপ্রাপ্ত হরিবার সহিত ভোজবৰ্দ্ধার জ্ঞাতিত্বের ইঙ্গিত আছে বলিয়৷ মহামহোপাধ্যায় ঐযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী অনুমান করেন (১) । বেলাব তাম্রশাসনে লিখিত আছে, “তিনিও (ব্যাতি ) যদুকে পুত্র রূপে প্রাপ্ত হইয়াছিলেন। তাহা হইতে যে রাজবংশ বিস্তৃতি লাভ করিয়াছিল সেই রাজবংশে বীরত্র এবং হরি বহুবার প্রত্যক্ষবৎ দৃষ্ট হইয়াছিলেন। সেই হরিও ইহলোকে গোপীশত কেলিকার মহাভারত হরি বর্ম (১) ঢাকা রিভিউ ও সন্মিলন-১৩১•, কাৰ্ত্তিক—৩১৯ পৃষ্ঠা । હૈ ১৩২•, বৈশাখ-পৃষ্ঠা।