পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

←©Ꮼ ঢাকার ইতিহাস । [ ২য় খণ্ড কারণ, উদয়পুর মন্দিরের প্রশস্তিতে ভোজরাজের পরবর্তী উদয়াদিত্যের সময় বিক্রম সম্বং ১১১৬ বা শক লম্বং ৯৮১ ( ১০৫৯-৬০ খৃষ্টাব্দ ) বলিয়া উল্লিখিত হইয়াছে (১)। আবার ধারারাজ জয়সিংহের ১১১২ বিক্রমসংবতে উৎকীর্ণ তাম্রশাসন আবিষ্কৃত হওয়ায় ধারেশ্বর ভোজদেব এবং উদয়াদিত্যের মধ্যে জয়সিংহ নামক অপর একজন রাজার অস্তিত্ব উপলব্ধি হইয়াছে (২) । ইহা দ্বারা স্পষ্টই প্রতীয়মান হইবে যে জয়সিংহই ভোজদেবের অব্যবহিত পরে এবং উদয়াদিত্যের পূৰ্ব্বে ধারার সিংহাসন প্রাপ্ত হইয়াছিলেন। সুতরাং ভোজদেবকে ১১১২ বিক্রমসংবৎ বা ১০৫৫ খৃষ্টাব্দের পরে ধারার সিংহাসনে রাখা চলে না। বিশ্বরূপ হয়ত এই সময়েই প্রাচুভূত হইলু ছিলেন । উপরোক্ত প্রমাণের বলে আমরা অনায়াসেই সিদ্ধাস্ত করিতে পারি যে, হরিবর্মদেবের সান্ধি বিগ্রহিক ভবদেব ভট্ট তদীয় প্রায়শ্চিত্ত নিরূপণম্” গ্রন্থ ১০৫৫ খৃষ্টাব্দের পরেই এবং ১১০৪ খৃষ্টাব্দের পূৰ্ব্বে রচনা করিয়াছিলেন। উভয়েই তুল্যজ্ঞানী, বিদ্যান এবং কবিগণের উৎসাহ দাতা ছিলেন। “তস্মিন ক্ষণে” এই কথা কয়টিতে কলশের রাজ্যভিষেক কালের পরবর্তী সময়ই সুচিত হইয়াছে বলয় কেহ কেহ অনুমান করেন। ( ; ) Journal American Or, Soc. vol vii Page 35. (২) "পরম ভট্টারক মহারাজাধিরাজ পরমেশ্বর ঐবাকৃপতিরাজ দেব পাদানুধ্যাত পরমভট্টারক মহারাজাধিরাজ পরমেশ্ব ঐসিন্ধুরাজদেব পাদামুখ্যাত পরম ভট্টারক মহারাজাধিরাজ পরমেশ্বর শ্ৰীভোজদেব পাদামুধ্যাত পরম ভট্টারক মহারাজাধিরাজ পরমেশ্বর শ্ৰীজয়সি [ ভধ ] দেব কুশলী। সংবৎ ১১১২ আষাঢ় ৰদি ১৩।" Mandhata plate of Jaysimha of Dhara. Epigraphia Indica vol III. Page 4o.