পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬8 ঢাকার ইতিহাস । [ ২য় খণ্ড এবং হরিবল্মার মৃত্যুর পর, তাহার অনুল্লিখিতনামা পুত্রের সময়েও সেই পদেই অধিষ্ঠিত ছিলেন। ভবদেব কেবলমাত্র ব্রহ্মাদ্বৈত বিদগণের উদাহরণ স্থান, উদ্ভূত বিদ্যা সমুহের অদ্ভুত স্রষ্ট, ভট্টগণের বাক্যাবলীর গভীরতা গুণের প্রত্যক্ষ দর্শক ও কবি, বৌদ্ধামূধির অগস্ত্যমুনি এবং পাষণ্ড ও বৈতণ্ডিক গণের প্রজ্ঞাখণ্ডনে পণ্ডিত ছিলেন না, তদীয় “উজ্জল অসিযুক্ত-ভয়ঙ্কর ভূজলতার ভীষণ-রণক্রীড়া প্রভাবে রণস্থল রিপুরুধির-চর্চিত হইত” (১)। প্রশস্তি রচনাকালে যে ভবদেব বাৰ্দ্ধক্যে উপনীত হইয়াছিলেন তাহা প্রশস্তি পাঠেই অনুমিত হইয়া থাকে । সম্ভবতঃ তৎকালে তিনি হরিবল্মার অনামক পুত্রের সচিব পদে প্রতিষ্ঠিত ছিলেন না। কারণ, বাচস্পতিবাণীতে হরিবল্মার উল্লেখ থাকিলেও তাহার পুত্রের নাম উল্লিখিত হয় নাই। ভবদেব তৎকালে রাজকাৰ্য্যে নিযুক্ত থাকিলে উহাতে স্বীয় প্রভুর ৰে৷ বৰ্ত্তয়ন বসুমতীঞ্চ সরস্বতীক দ্ধেৰ ব্যৰক্ত নিজনাম পদং সদর্থং ” (১) মহাগৌরী কীৰ্ত্তি: কুয়াসিকরালা ভুঞ্জলতা রণক্রীড়া চণ্ড রিপুরুধির চর্চারণভুষঃ। মহালক্ষ্মী মূৰ্ত্তি: প্রকৃতি ললিতাস্ত। গির ইতি প্রপঞ্চং শস্ত্রীনাং যমিহ পরমেশং প্রখয়তি ॥" যদু ব্ৰহ্ম তেজসি বলীরসি মন্ত্ৰবীৰ্য্যঃ খদ্যোত পোতকরণিং অরণি স্তনোতি। উচ্চৈক্লদখতি যত্নীয় বশ: শরীরে জাত স্তুবীর শিখর নমু জানু দ্বন্ধঃ ॥ ব্ৰহ্মাৰৈতবিনামূহেরণভূক্তত বিদ্যাভূতস্রষ্ট ভট্ট গিরাং গভীরিমগুণ প্রত্যক্ষ দৃদ্ধ কৰিঃ। বৌদ্ধাভোনিধিকুম্ভ সম্ভৰ মুনি পাবও বৈতণ্ডিকপ্রজ্ঞাখণ্ডন পণ্ডিতোইয়মৰনোঁ সৰ্ব্বজ্ঞলীলায়তে।"