পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঢাকার ইতিহাস । [ २ंश्च श७ مb&ج পরিপূর্ণ ও অতীব রমণীয়। তখনও সে স্থানে বহুলোকের সমাগম হয় নাই। স্থানীয় বৃক্ষ সকল ফলভরে বিনম্র। বানর, শূকর, ভল্লুক, ব্যাস্ত্র প্রভৃতি ফুষ্ট বস্তজন্তুগণের উপদ্রব ও দক্ষ্য তস্কারাদির ভয় তথায় নাই । সাধু সন্ন্যাসীগণও সেস্থানে আশ্রয় করিয়া থাকেন। এইরূপ দেখিয়৷ র্তাহার। সেইস্থানেই বাস করিতে অভিলাষ করিলেন। কোটালপাড়ের মধ্যে যেস্থান দিয়া ঘর্ঘর নদ প্রবাহিত এবং যে নদকে কেহ কেহ ব্ৰহ্মপুত্র বলিয়াও নির্দেশ করিয়া থাকেন, তাহার তীরভূমির পূর্বদিকে এক অত্যুন্নত ভূভাগে তখন তাহারা ঔৎসুক্যযুক্ত হইয়া নয়খানি পর্ণশালা নিৰ্ম্মাণ করিলেন। পরে কোনও এক সময়ে তিনি রাজ সভাপতি বাচস্পতির সহিত রাজভবনে প্রবেশ করিয়াছিলেন। গঙ্গাগতি রাজার নিকট উপস্থিত হইয়া আশীৰ্ব্বাদ বাক্যে র্তাহাকে সম্বৰ্দ্ধিত করিলেন, এবং স্বয়ং ও তত্রত্য ব্রাহ্মণগণ দ্বারা সম্মানিত হইলেন। অনন্তরঃ তিনি বাচম্পতির সহিত সম্মিলিত হইয়া পরম্পর পরস্পরের মঙ্গলাদি জিজ্ঞাসা করিলেন। রাজা হরিবর্ঘ্য দেবও এই সময়ে গঙ্গাগতিকে নমস্কার করিয়া জিজ্ঞাসা করিলেন, হে বিপ্রবর! আপনি কোথা হইতে কি নিমিত্ত এই স্থানে আগমন করিয়াছেন ; অভিলষিত বিষয় প্রকাশ করিয়া বলুন। আপনি যথাযোগ্য সমস্তই আমার নিকট প্রাপ্ত হইতে পারিবেন। গঙ্গাগতি রাজার প্রশ্ন শুনিয়া বলিলেন,-রাজন আমার নাম গঙ্গাগতি বৈষ্ণব মিশ্র। আমি আপনার অধিকৃত কোটালিপাড় নামক স্থানে বাস করিতেছি। সম্প্রতি আমি কান্তকুজ হইতে সমাগত হইয়াছি। আপনার নিকট আমার ৰক্তব্য এই যে, আমি আপনার অধিকৃত স্বাসে বাস স্থাপন করিয়াছি, অতএব আপনি আমার প্রতি যথাযোগ্য কর নির্দেশ পূৰ্ব্বক পুত্রের স্তায় আমাদিগকে প্রতিপালন করুন, তাহা হইলে তথায় বাস করিতে আমাদিগের আর কোন ভয়ের সম্ভাবনা থাকিবে না। রাজা এইকথা শুনিয়া