পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম জঃ ] সামন্ত সেন। Woe O

  • (কলিঙ্গাধিপতি ; গঙ্গবংশীয় নৃপতিগণের তাম্রশাসনে উক্ত হইয়াছে, —চোড়গঙ্গ গঙ্গার তীর পর্য্যন্ত স্বীয় আধিপত্য বিস্তার করিয়াছিলেন, এবং গঙ্গাতীরবর্তী যুদ্ধক্ষেত্রে “মনারাধিপতিকে পরাজিত এবং আহত করিয়াছিলেন (১)। এই স্বত্রেই হয়ত কলিঙ্গপতির সহিত গৌড়পতির সংঘর্ষ উপস্থিত হইয়াছিল, এবং কলিঙ্গপতিকে প্রতিদ্বন্দ্বীর অনুগ্রহ প্রার্থন করিতে হইয়াছিল। চোড়গঙ্গের অতি দীর্ঘকালব্যাপী রাজত্বের প্রখমভাগে তাহাকে রামপালের সন্মুখীন হইতে হইয়াছিল । সেই সময় গোড়াধিপের নিকট মস্তক অবনত করা অসম্ভব নহে ; এবং রামপালের মৃত্যুর পর হয়ত চোড়গঙ্গ প্রবলতর হইয়াছিলেন। রামপাল রাঢ়ও অবশ্ন কর্ণাট-রাজের কবল হইতে উদ্ধার করিয়াছিলেন। দেবপাড়ার শিলালিপি অনুসারে সামস্ত সেন যে সকল কর্ণাট-লক্ষ্মী লুন্ঠনকারী দুবৃত্তগণকে বিনষ্ট করিয়াছিলেন, তাহারা গোঁড়াধিপেরই সেনা। সামন্ত সেন এই সকল “দুবৃত্তগণকে” বিনাশ করিয়াও রাঢ়ে কর্ণাট-রাজের আধিপত্য অটুট রাখিতে না পারিয়া, হয়ত শেষ বয়সে বানপ্রস্থ অৰলম্বন করিতে বাধ্য হইয়াছিলেন” (২) ।

প্রত্নতত্ত্ববিদ্‌ পণ্ডিত ঐযুক্ত মনোমোহন চক্রবর্তী অনুমান করেন, “সম্ভবতঃ সামন্ত সেনের সহিত কলিঙ্গাধিপতি চোরগঙ্গের সংশ্ৰব ছিল। চোরগঙ্গ উৎকলপ্রদেশ জয় করিয়া গঙ্গাতীরবর্তী স্থানে মন্দারাধিপতিকে পরাজিত করিয়াছিলেন (৩ ) । সুতরাং অনুমান করা যাইতে পারে, ( » ) J. A. S. B. vol L X V. Pt I Page 24t. (२) cनोज्जब्रांछ भांश *०-०२ श्रृंहं । (৩) জারম্যানগরাং কলিঙ্গজৰল প্রভুগ্রতপ্রাকৃতি প্রাকারায়ত তোরণ প্রভৃতিতে গঙ্গাঙট স্থান্ততঃ। गार्षीरेब्रदूषि अर्काँी कृठनशङ्गांप्पद्र भाजांकृठि *াৱাধিপতিগর্গতে য়ণ ভুৰোগজে স্বরামুকত:" ॥ - J. A. S. B. vol L XV. Pt I Page 241.