পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম জ: ] আবির্ভাবকাল । లిut খৃষ্টাৰে কলিঙ্গের সিংহাসনে প্রতিষ্ঠিত দেখিতে পাই এবং পরে ১১৫৬ খৃষ্টাব্দে বা তৎসমীপবৰ্ত্তী কোনও সময়ে মাধব রাজ্য লাভ করেন (১)। স্বতরাং কলিঙ্গাধিপতি রাঘবকে বন্দী করিতে হইলে, বিজয় সেন যে ১১৫৬ খৃষ্টাদেরও পরে জীবিত থাকিয়া সমরক্রীড়া করিয়াছিলেন, তদ্বিষয়ে কোনও সন্দেহ নাই। লক্ষ্মণ সম্বতের আরম্ভ কাল ( ১১১৯ খৃষ্টা )লক্ষ্মণ সেনের জন্ম সন ধরিয়ালইলেও লক্ষ্মণ সেনের জন্ম সময়ে তীয় পিতামহের বয়ঃক্রম যে অনুন ৪০ বৎসর হইয়াছিল তষিয়ে কোনও সন্দেহ নাই। এই হিসাবে ১১৫৬ খৃষ্টাব্দে বিজয় সেনের বয়স ৭৭ বৎসর হয়। সুতরাং ১১৫৬ খৃষ্টান্ধের পরে অশীতিপর বৃদ্ধ বিজয় সেন যে বানপ্রস্থাবলম্বন না করির দিগ্বিজয়ে মনোনিবেশ করিয়াছিলেন, ইহা কোনও ক্রমেই বিশ্বাসযোগ্য নহে। বিশেষতঃ, দেবপাড়া প্রশস্তির বিংশ শ্লোকের শেষার্দ্ধে বিজয় সেন কর্তৃক কলিঙ্গ এবং কামরূপ বিজয়ের প্রসঙ্গ লিখিত হইয়াছে, কিন্তু এই শ্লোকে কলিঙ্গাধিপতির নাম উল্লিখিত হয় নাই । ইহারই অব্যবহিত পরের শ্লোকে রাঘবের প্রসঙ্গ লিপিবদ্ধ হওয়ায় স্পষ্টই প্রতীয়মান হয় যে, রাঘব এবং কলিঙ্গাধিপতি অভিন্ন নহেন। কলিঙ্গ বিজয়ের আভাস পূৰ্ব্ব শ্লোকেই স্পষ্টাক্ষরে লিখিত হইয়াছে, স্বতরাং তাহার পুনরুল্লেখ প্রশস্তিকারের অভিপ্রেত হইতে পায়ে না। কলিঙ্গপতির নামোল্লেখ করাই যদি প্রশস্তিকারের উদেগু হইত তবে গৌড়াধিপের এবং কামরূপ রাজেরও নামোল্লেখ করা হইল না কেন ? স্বতরাং নামের সামঞ্জস্ত ব্যতীত দেবপাড়া প্রশস্তির রাঘবের সহিত কলিঙ্গাধিপতি চোরগঙ্গের পৌত্র মাধবের অভিন্নত্ব কল্পনা করিবার অপর কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ নাই। ( ; ) Ibid.