পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VLAN ঢাকার ইতিহাস । [ ২য় খণ্ড ছিলেন, তিনি বিজয় সেনের সমসাময়িক ব্যক্তি । সুতরাং তঁাহাকে ছাড়িয়া আমরা ক্ষুদ্র গ্রামের ক্ষুত্র ভূস্বামীকে কেন ধরিতে যাই ? দায়ভাগ-কার জীমূতবাহন, বিশ্বক্ সেনের আমাত্য ও প্রাড়, বিবাক ছিলেন বলিয়া এজুমিশ্রের কারিকায় উক্ত হইয়াছে (১)। ইনি সাবর্ণ গোত্রীয় পারিভদ্র কুলোদ্ভব। জীমুত বাহন ১৭১৩–১•১৪ শাকে বা ১-৯২ খৃষ্টাব্যে বর্তমান ছিলেন (২ )। বিশ্বকৃ সেন বিজয় সেনেরই নামান্তর ; স্বতরাং বোধ হইতেছে, যে জীমুত বাহন ও সময়ে বিজয় সেন রাঢ় মণ্ডলে অবস্থিতি করিয়া বিজয় সেন । একদিকে পালরাজ এবং অপর দিকে বৰ্ম্মবংশীয় নৃপতিগণের কবল হইতে স্বীয় স্বাতন্ত্র্য রক্ষায় যত্নবান ছিলেন, ঐ সময়ে জীমুত বাহন তদীয় আমাত্য পদে অধিষ্ঠিত ছিলেন। দেবপাড়া প্রশস্তিতে লিখিত আছে (৩), “পাশ্চাত্য চক্র জয় করিবার জন্ত ক্রীড়াচ্ছলে তিনি গঙ্গ-প্রবাহ পথে যে নেীবিতান প্রেরণ করিয়াছিলেন তন্মধ্যে একখানি ভর্গের মৌলিস্থিত গঙ্গার পঙ্কে [ মহাদেবের শিরন্থিত ] নিমজ্জিত হইয়া ভষ্মে ইন্দুকলার ন্যায় জলিতেছে”। ইহার ( ১ ) “পঞ্চ গৌড়ে তা সম্রাট বিধক সেনো মহাব্ৰতঃ। জীমূতোহপি নৃপামাতাঃ স প্রাড় বিৰাক ঈরিতঃ ” ( & ) Journal of the Asiatic Society of Bengal, 1907, page 206 (৩) পাশ্চাত্য জয় চক্ৰ কেলিযু বস্ত যাবদ গঙ্গাপ্রবাহু মমুধাবতি নৌবিতানে । ভগৃৰ্গস্ত মৌলি সরিয়ভসি ভষ্ম পঙ্ক লয়োজৰিতেৰ তৱিরিস্তুকলা চৰান্তি।" —মৃেদ্ধ পাড়া প্রস্তৱ লিপি ২২শ মোৰ । Epigraphia Indica vol. I, page 309