পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8e ঢাকার ইতিহাস । [ ২য় খণ্ড নাই, মুতরাং কোনও প্রকার মন্তব্য প্রকাশ না করিয়াই এগুলি অনায়াসে উপেক্ষা করিতে পারি। কেহ কেহ বল্লাল নামের বৈচিত্র লক্ষ্য করিয়া, বরলাল, বনলাল বা বললাম (বলরাম ?) নাম মুসঙ্গত বলিয়া প্রমাণ করিতে চেষ্টা করিয়াছেন। কিন্তু বল্লাল নাম অস্বাভাবিক নহে। দক্ষিণাপথের হোয়সল রাজবংশে বীর বল্লাল নামখেয় তিনজন নৃপতির সন্ধান পাওয়া যায়। প্রথম বীর বল্লাল ১১৯৩ খৃষ্টাব্দে, দ্বিতীয় বীর বল্লাল (ত্রিভুবন-মল্ল-ভুজবল বীর গঙ্গ ) ১১৭৩—১২১২ খৃষ্টাব্দে, তৃতীয় বীর বল্লাল ১৩১ খৃষ্টালে প্রান্তর্ভূত হইয়াছিলেন(১)। সুতরাং "দক্ষিণাত্য ক্ষেীণীন্দ্র” সেন রাজগণের মধ্যে বল্লাল নাম থাকা আশ্চর্য্যের বিষয় নহে। দানসাগর গ্রন্থের পরিসমাপ্তিতে লিখিত আছে – "ধৰ্ম্মস্তাভু্যদয়ায় নাস্তিক পাদোচ্ছেদায় জাতঃ কলোঁ। ঐকান্তোইপি সরস্বতীং পরিবৃত: প্রত্যক্ষ নারায়ণঃ” ॥ এই মহাপুরুষ স্বীয় অনন্ত-সাধারণ প্রতিভা এবং রাজশক্তির প্রভাবে বঙ্গীয় প্রকৃতি পুঞ্জের হৃদয়ে যে রত্নবেদী প্রতিষ্ঠিত করিতে সমর্থ হইয়াছিলেন, অদ্যাপি তাহা বিলুপ্ত হয় নাই ! সম্ভবতঃ এক সময়ে তিনি অবতার রূপে পূজিত হইয়াছিলেন বলিয়াই দান সাগরে তাছাকে - প্রত্যক্ষ নারায়ণ” রূপে বর্ণনা করা হইয়াছে, এবং এজন্যই হয়ত বল্লালের জন্ম সম্বন্ধে নানাবিধ অলৌকিক কিম্বদন্তীর স্বষ্টি হইয়াছে। দান সাগরে উক্ত হইয়াছে (২) :– “দৈনোত্তাপতৃতামকালজলদ সৰ্ব্বোত্তরক্ষাভূতাং শ্ৰীবল্লাল নৃপস্ততোহজনি গুণাবির্ভাব গর্ভেশ্বরঃ" ॥ ( , ) The Dynasties of the Kanarese Districts by J. F. Fleet Esqr.—The Hoysalas of Dorasamudra, page 493. (২) গৌড়ে প্রক্ষিণ—পরিশিষ্ট-২৯১ পৃষ্ঠা।