পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম অঃ ] আবির্ভাবকাল । O8? এ স্থলে, “গুণাবির্ভাব গর্ভেশ্বর” পদটী প্রণিধান যোগ্য। বিজয় সেন কি বল্লালের জন্ম হইতেই তাহাকে স্বীয় সিংহাসনের ভাবী উত্তরাধি কারী বলিয়া মনোনীত করিয়াছিলেন ? মাধাইনগরে প্রাপ্ত লক্ষ্মণসেনদেবের তাম্রশাসন হইতে জানা গিয়াছে যে, মহারাজ বল্লালসেন দাক্ষিণাত্যের চালুক্য বংশীয় রাষ দেবীর পাণিগ্রহণ করিয়াছিলেন ( ১ ) । ইহাতে স্পষ্টই প্রতীয়মান হয় যে, সেন রাজগণ গৌড়বঙ্গে স্বাধীন ভাবে রাজ্য শাসন করিবার পরেও মৃদুর দাক্ষিণাত্যের সহিত সংশ্রব রাখিবার জন্ত সচেষ্ট ছিলেন। বল্লাল সেনের কাল নিরূপণ সম্বন্ধে ঐতিহাসিকগণ মধ্যে মতভেদ পরিলক্ষিত হয়। খ্ৰীযুক্ত মনোমোহন চক্রবর্তী মহাশর বল্লাল সেন বিরচিত অদ্ভুত সাগর গ্রন্থ হইতে বল্লাল সেনের রাজ্যাভিষেকের কাল আবিষ্কার করিয়াছেন (২ )। অদ্ভূত সাগরের "পর্যনমেছুs:নি” প্রকল্পণে লিখিত আছে,—“ভুজ-বস্তু-দশ-মিতে (১•৮২ শকে) ঐীমদ আবির্ভাবকাল । বল্লাল সেন রাজ্যাঙ্গে বৰৈকধৰ্টমুনিনিহিতো à বিশেষারামূ”, ইহাতে ১০৮২ শক বা ১১৬• খৃষ্টাব্দ বল্লাল সেনের রাজত্বের প্রথম বৎসর বলিয়া অনুষিত হয়। বল্লাল সেন রচিত দান সাগর নামক নিবন্ধে লিখিত আছে – ( ১ ) “ধরা ধান্তঃপুর মৌলিরত্ন চালুক্য ভূপাল কুলেন্দু লেখা। उना थिब्राष्ट्ररहबान छूमि লক্ষ্মী পৃধিৰ্যোয়পি রামদেৰী ।” লক্ষণ সেলের মাথাই মৃগয়- তাম্রশাসন ৯ গ্লোক J. A. S. B. 1909, page 472 ( * ) Journal of the AsiaticSociety of Bengal 1906, p. 17 note (India Government M. S. Fol, 52 a).