পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম অঃ} নির্ববাণীবদ । WEy) wing ৭৭০ খৃঃ পূঃ সিংহাসনারূঢ় হইয়া ৭২ খৃঃ পূৰ্ব্বে মানবলীলা সংবরণ করেন। তাছা হইলেও নিৰ্ব্বাণাব্দ ১৯৭•—১৯২৩ খৃঃ পূৰ্ব্বে সংঘটিত হইয়াছিল বলিয়া স্বীকার করিতে হয় । খৃষ্টীয় সপ্তম শতাব্দীতে যুযুনচোয়াং কুশীনগরে আগমন করিয়া বলিতেছেন, “এই স্থানে ইষ্টক নিৰ্ম্মিত স্ববৃহৎ বিছার আছে, তন্মধ্যে তথাগতের নির্বাণ মূৰ্ত্তি প্রতিষ্ঠিত। তাহার মন্তক উত্তর দিকে ; দেখিলেই মনে হয় এভু আমার নিদ্রিত। এই বিহারের পাশ্বেই মহারাজ অশোকের প্রতিষ্ঠিত প্রায় ২ • • ফিট উচ্চ একটি স্তুপ আছে। তথা একটি প্রস্তর স্তম্ভও আছে, তাহাতে বুদ্ধ নিৰ্বণের ঘটনা বিবৃত রহিয়াছে ; কিন্তু কোন বৎসরে বা মাসে ঘঠিয়াছিল, তাহার কিছুই উল্লেখ নাই। জনশ্রুতি এই যে, বুদ্ধদেব অশীতি বৎসর কাল জীবিত ছিলেন এবং বৈশাখের শেষাৰ্দ্ধ পক্ষের পঞ্চবিংশ দিবস নিৰ্ব্বাণ প্রাপ্ত হন। সৰ্ব্বাস্ত বাদিগণ বলেন যে, তিনি কাৰ্ত্তিকের শেষার্দ্ধে নিৰ্ব্বাণ প্রাপ্ত হন। কেহ বলেন, তাহার নির্বাণের পর ১২•• বৎসর গত হইয়াছে, কেহ বলেন ১৫০০ বৎসর গত হইয়াছে ; কিন্তু এখনও পূর্ণ ১••• বৎসর গত হয় নাই”। খৃষ্টীয় সপ্তম শতাব্দীতে ( ৬৩-৬৪৫ খৃষ্টাঙ্গ মধ্যে ) যুবুন চোরাঙএর সময়ে যদি নিৰ্মাণকালের ১ ••• বৎসর গত না হইয়া থাকে, তবে নিৰ্মাণ সম্বৎ যে ৩০০ খৃঃ পূর্মের পর নয়, তাছা নিশ্চিত। কিন্তু ১৫০০ বা ১২০০ বৎসর গত হইয়া থাকিলে ৮•• ও ৫•• খৃঃ পূঃ নিৰ্মাণ অঙ্গের আরম্ভকাল প্রাপ্ত হওয়া যায়। মহাবংশের তৃতীয় পরিচ্ছেদে লিখিত আছে যে, ৫৪৩ খৃঃ পূৰ্ব্বাম্বের বৈশাখী পূর্ণিমায় বুদ্ধদেব মহা পরিনিৰ্ব্বাণ লাভ করেন (১)। ( > ) The Mahawanso by-Hon. George Turnour Esq, ( 1836). chap. III P. va.