পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঢাকার ইতিহাস । [ २ग्न थe ونهيلية নগনভো-রত্ৰৈঃ সংখ্যাতে” অর্থাৎ ১১৯৭ শকের (১১৮৪-৮৫ খৃষ্টাক্সের ) জালামের তাম্রশাসন তাহার সাক্ষ্য দান করিতেছে (১)। স্বতরাং “প্ৰমরহ্মণসেনস্তাতীতরাজ্যে সং ৫১, ১১৭১ খৃষ্টা রূপে গ্ৰহণ না করিয়া, (জার্মানিক ১২•• খৃষ্টাব্দে লক্ষ্মণ সেনের মৃত্যু ধরিয়া, ) ১২৫১ খৃষ্টান্ধ বলির গ্রহণ করাই যুক্তিযুক্ত। এই সিদ্ধান্তের এক আপাত্ত আছে। লক্ষ্মণ সেনের অতীত রাজ্য” হইতে কোন সম্বৎ প্রচলিত হইবার প্রমাণ নাই। উত্তরে বলা যাইতে পারে, গোবিন্দপাল দেবের -গতরাজ্য” বা “বিনষ্ট রাজ্য” হইতেও কোন সম্বৎ প্রচলিত নাই। পক্ষান্তরে গোবিন্দ পালদেবের রাজ্যলাভ হইতেও কোন সম্বৎ প্রচলিত হওয়ার প্রমাণ নাই। “গতরাজ্যে” অতীত রাজ্যে” বা “বিনষ্ট রাজ্যে” প্রভৃতি বিশেষণ পদের এইরূপ অর্থ প্রতিভাত হয়, গোবিন্দ পাল দেবের রাজ্যলোপের পরে, মগধে অরাজকতা উপস্থিত হইয়াছিল ; লক্ষ্মণ সেনের রাজ্যলোপের পরেও মগধে অরাজকতা উপস্থিত হইয়াছিল। তখন মগধে কেহ “প্রবর্ধমান বিজন্তু রাজ্য" প্রতিষ্ঠিত করিতে সমর্থ হইয়াছিলেন না ; অথবা যিনি মগধ করায়ত্ত করিয়াছিলেন, মগধবাসিগণ র্তাহাকে তখনও অধিপতি বলিয়া স্বীকার করিতে প্রস্তুত ছিলেন না। এই নিমিত্ত -গতরাজ্যের" বা “অতীত রাজ্যের সম্বৎ গণনা প্রচলিত হইয় থাকিবে ( ২ )। প্রত্যুত্তরে রাখাল বাবু বলেন, “ভারতের ইতিহাসে সৰ্ব্ব সময়েই দেখা গিয়াছে যে সভা জগতের প্রান্তে সভ্য জগতাপেক্ষ প্রাচীনতর লিপি সাধারণতঃ ব্যবহৃত হইয়া থাকে, মুতরাং আসামের বল্লভদেবের তাম্রশাসনের অক্ষরের সহিত বুদ্ধগয়ার খোদিত লিপি-দ্বয়ের অক্ষরের _ ( 2 ) Epigraphia Indica Vol V. plates 19-2o.

২) গৌড় রাজমালা ৬৪-৬৫ পৃষ্ঠা। *