পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম জঃ ] পরগণাতি সন, সন বলালি ও লক্ষণ সম্বৎ । ৩৯৫ ১৬৯২ তিথি পূর্ণিমা”। আউটসাহীর জমিদার ঐযুক্ত ইদুভূষণ গুপ্ত বি, এ, বলিয়াছেন যে, বল্লালি-সন-যুক্ত একখানি দলিল মুন্সিগঞ্জের কোনও আদালতে র্তাহারা দাখিল করিয়াছিলেন । নলিনী বাবুর মতে এই “সন বলালি” ও “পরগণাতি সন” অভিন্ন এবং ইহার আরম্ভকাল ১২ • • খৃষ্টা ( )। তিনি লিখিয়াছেন, *পরগণাতি অথবা বল্লালি সন বোধ হয় লক্ষ্মণ সেনের পুত্ৰগণ,-মাধব, কেশব, বিশ্বরূপ কর্তৃক প্রচলিত হইয়াছিল, কিন্তু পুত্রের তুর্ভাগ্যের স্মারক সনটিকে ও পিতা আত্মসাৎ করিয়া লইয়াছেন” ( )। শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ বসু লিথিয়াছেন, “লক্ষ্মসেনের রাজ্যাতীতাঙ্গ মুসলমান আমলে “পরগণাতীত সন” বা পরগণাতীত সন” নামে বহুকাল প্রচলিত ছিল। বিক্রমপুরের বহুপ্রাচীন কাগজ পত্রে এই পরগণাতী সনের” উল্লেখ রহিয়াছে । ১২০০ খৃষ্টাব্দে ১ম বর্ষ ধরিয়৷ এই “পরগণার্তী সনের” বর্ষগণনা চলিয়া আসিতেছে। মনে হয়, এই অতীত রাজ্যাঙ্ক মুসলমানের গৌড়-বিজয় নির্দেশক ছিল বলিরা “লক্ষ্মণ সেনের নাম তুলিয়া দিয়া মুসলমান-রাজপুরুষগণ তাহাষ্ট পরগণাতী সন” নামে 5ांनाहेब्र मिग्नाद्दछ्न” (७) । পরগণাতি সন ও সন বল্লালি সম্বন্ধীয় যে কয় খান দলিলের বিষয় আমরা জানিতে পারিয়াছি তাহার একটি তালিকা নিয়ে প্রদত্ত ইষ্টল । ইহার মধ্যে ষে সমুদয় দলিলে পরগণাতি সন বা সন বল্লালির সহিত ৰঙ্গাঙ্ক বা শকাব৷ উল্লিখিত ছষ্টয়াছে তাড়াও প্রদশিত হষ্টল।


.--ബ

{ • ) भृशश् १७२० माल कांढन शृहे । ( & ) & পৃষ্ঠা । ( ०) वtजब बीडौङ्ग हेठिशन-ब्राझञ्चकte ese श्रृं* ॥