পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। গুপ্ত সাম্রাজ্য ২৯ খৃঃ অঃ—৫৩৫ খৃঃ অঃ । খৃষ্টীয় তৃতীয় শতাব্দীর মধ্যভাগে প্রাচ্য ভারতে ষে কতিপয় সামন্তরাজ শকাধিকার গ্রাস করিয়া স্বাবলম্বনের প্রয়াস পাইয়াছিলেন, তন্মধ্যে গুপ্ত বংশীয় সামস্তই প্রধান । কিন্তু যে মহা সামস্ত শক প্রাধাষ্ঠের উচ্ছেদ কামনায় প্রথমতঃ অস্ত্র ধারণ করিয়া ছিলেন, র্তাহার নাম অস্তাপি আবিষ্কৃত হয় নাই । গুপ্ত সম্রাট গণের শিলা লিপিতে র্তাহার “গুপ্ত” উপাধিটাই মাত্র লক্ষিত হইয়া থাকে। গুপ্তবংশীয় মহারাজ ঘটোৎকচ ২১৯ খৃষ্টাব্দে মগধের সিংহাসনে আরোহণ করেন । তিনি অল্পে আয়ে যে মহাশক্তি ঘটোৎকচ। সঞ্চয় করিছিলেন, তাহার cखाप्तहे ठशैब गूय यशंद्रांस চন্দ্রগুপ্ত এই সম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করিতে সমর্থ হইয়াছিলেন। ষোৰ্য্য-সম্রাট প্রৰিহ-নাম চন্দ্রগুপ্তের স্থায় অত্যর কাল মধ্যেই অনুগঙ্গ, প্রয়াগ, অযোধ্যা ও মগধ প্রভৃতি সমৃদর জনপদ তাহার করতলগত হইয়াছিল ( ১ ) । উiহার অভিষেক কাল ফেব্রুয়ারী ) হইতে ۹:۰۹-۹ :؟ ۹۰ ه) اهوچseg ষে নূতন সংবৎ প্রচলিত হইয়াছিল তাঁহাই “গুপ্তসংবং বা ’গুপ্তাৰ নামক একটী অভিনব অঙ্ক গণনার আরম্ভ হইয়াছিল বলির (১) “জন্মগজং প্রয়াগঞ্চ সাক্ষেতং মগধা তথা। এতান্‌জলপা সৰ্ব্বান ভোক্ষন্তে গুপ্ত বংশজাঃ।" * ব্ৰক্ষাও পুরাণ-উপসংস্থায় পায় )।