পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঢাকার ইতিহাস । [২য় খণ্ড سپايلم 8% গড়ে আশ্রয় গ্রহণ করেন। বিজয়ী বিপক্ষ দল মহোল্লাসে রাজধানী অধিকার করিয়া রাজভবন ও পণ্যবীথিকা নিচয় লুণ্ঠন পূর্বক প্রাসাদ ও দেবালয় বিচুর্ণ এবং প্রকৃতি পুঞ্জের আবাস নিচয় অগ্নিসাৎ করিয়া প্রস্থান করে। এই সময় হইতেই কোচগণ ভাওয়াল অঞ্চলে বসতি নিৰ্ম্মাণ করতঃ অবস্থিতি করিতেছে”। কিন্তু কিম্বদন্তী ব্যতীত এ বিষয়ের নির্ভর যোগ্য কোনও প্রমাণ নাই। “পূৰ্ব্ববঙ্গে পালরাজগণ প্রণেতা” শ্ৰীমান বীরেন্দ্রনাথ বস্থ সাভার হইতে অপর একখানা খোদিত ইষ্টক লিপি সংগ্ৰহ করিয়াছেন, তাহার নিম্নলিখিত রূপ পাঠোদ্ধার হইয়াছে। o o o ৰত 3ఇ&8 o 鲁 o o পুরী” উপরোক্ত খোদিত লিপির তারিখটি যদি সংবৎ হয়, তবে ১২০২ খৃঃ শিক্ষা পৰ্য্যস্ত যে লাভারে পালরাজগণের অধিকার অক্ষুণ্ণ ছিল তাহার প্রমাণ পাওয়া বাইতেছে। কাশীমপুর এবং চাদপ্রতাপ পরগণার সীমান্ত দেশে প্রবাহিত গাজী খালী বা কানাই নদীর তীর দেশে অবস্থিত বাইদগাও নামক স্থানে যশোপাল নামক জনৈক নৃপতির রাজপ্রাসাদের ভগ্নাবশেষ দৃষ্ট হইয় থাকে। এই যশোপাল রাজার সহিত পাল নৃপতি বৃহ্মের কোনও লম্বন্ধ ছিল কিন, তাহ জানিবার উপায় নাই। কোন সময়ে কিরূপ - ঘটনা চক্রে যশোপাল পূৰ্ব্ববঙ্গের এক নিতৃত যশোপাল। কোণে রাজ্য প্রতিষ্ঠা করিয়াছিলেন, তাহ অছাপি তিমিরাবৃত রহিয়াছে। যশোপাল ধামরাই এর স্বপ্রসিদ্ধ যশোমাধবের আবিষ্কৰ্ত্ত । প্রচলিত কিম্বদন্তী এই যে, *uकप्तां शलांशाण नृशङि ५कन्नड cचउकांब्र श्रीबांtब्रांश्न अब५ कब्रिtठ