পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২শ অঃ ] শাসনতন্ত্ৰ । 8yరి মহাগণস্থ—গণং সেন সংখ্যা বিশেষঃ । -গজাঃ ২৭ রথ ২৭ অশ্ব ৮১ পদাতিক ১৩৫ সমুদায়েন ২৭০” । ইত্যমরঃ । রাজ্য মধ্যে শাস্তিরক্ষার্থ স্থানে স্থানে ২৭টি গজ, ২৭টি রথ, ৮১টি অখ, ১৩৫টি পদাতিক লইয়া এক একটি গণ” সংঘটিত হইত। তাহাদের অধ্যক্ষকে “গণস্থ” বলিত। “মহাগণস্থ” সেই শ্রেণীর কৰ্ম্মচারিবর্গের প্রধান ছিলেন। একরথ, একগজ, তিন অশ্ব ও পঞ্চপদাতিক লইয়া যে একটি সেনাদল গঠিত হইত, তাহার নাম “পত্তি”। তিনটি পত্তি একত্র হইলে তাহাকে “সেনামুখ” বলিত ; তিনটি সেনামুখ মিলিয়৷ একটি গুল্ম” এবং তিনটি গুল্ম লইয়া একটি "গণ" গঠিত হইত। Tsottffy-Gşa critéz MTE “Keeper of the instruments of punishment", বধাধিকৃত পুরুষ ; সম্ভবতঃ ফৌজদারী বিভাগের কারাধ্যক্ষ । - দণ্ডনায়ক, মহাদগুনায়ক,-“চতুরঙ্গ বলাধ্যক্ষ সেনানী দণ্ডনায়কঃ ইতি হেমচন্দ্রঃ। ঐযুক্ত রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহাশয়, মহাদগুনায়ক ফৌজদারী বিভাগের প্রধান বিচারপতি বলিয়া অনুমান করেন। ওয়েষ্ট মেকটের মতে “দগুনায়ক,” দগু পাশিকের অধীনস্থ কৰ্ম্মচারী। wরাজেন্দ্র লাল মিত্রের মতে মহাদণ্ডনায়ক শব্দে, The chief Criminal Judge of চেীরোদ্ধরণিক—দস্থ্য তস্করাদির হস্ত হইতে উদ্ধারক কৰ্ম্মচারী বিশেষ। Qūio fiftion, "Thief catcher ; this was probably a military appointment, established to cope with the predatory bands which infested the country.” নৌবল-ব্যাপৃতক—নৌসেনাধিকৃত কৰ্ম্মসচিব । “নিয়োগী কৰ্ম্মসচিৰ আয়ুক্তে ব্যাপৃতশ্চ সঃ" ইতি হেমচন্দ্ৰঃ ॥