পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"එෂ छांकांद्र हेडिशंन । [२ग्न ५७ ।। countries, or whether it only extended upto. and was bounded ty their frontiers.” (: ) l fov solo প্রত্যন্ত নৃপতিগণ যে সমুদ্রগুপ্তের অধীনতা স্বীকার করিয়া করপ্রদানে সম্মত ও তদীয় আজ্ঞাবহ হইয়াছিল তদ্বিযয়ে কোনও সংশয় নাই। স্বতরাং ঐ সমুদয় রাজ্য প্রত্যক্ষ ভাবে না হইলেও পরোক্ষ ভাবে তীয় সাম্রাজ্যের কণ্ঠলা হইয়াছিল। ঢাকা সছরের অনতিদূরে বিভিন্ন স্থানে এবং ফরিদপুর জেলান্তর্গত কোটালীপার অঞ্চলে গুপ্ত সম্রাটগণের মুদ্র আবিষ্কৃত হইয়াছে; ইহাতে প্রতিপন্ন হয় যে, তৎকালে এতৎ প্রদেশে ঐ মুদ্রার প্রচলন ছিল এবং এতদঞ্চল গুপ্ত সাম্রজ্যেরই অন্তভূক্ত ছিল। ডবাকের স্থান নির্ণর সম্বন্ধে মতভেদ দৃষ্ট হয় । মিঃ ভিনসেন্ট স্মিথ বৰ্ত্তমান রাজসাহী বিভাগকে ডবাক রাজ্য বলিয়া নির্দেশিত করিয়াছেন (২ )। মিঃ ষ্টেপেলটনের মতে, “ব্ৰহ্মপুত্র নদ গাড়ে পৰ্ব্বতের যে স্থান হইতে মোড় ঘুরিতে আরম্ভ করিয়াছে, তথা হইতে দক্ষিণ সাহাবাজপুরেব উত্তরাংশস্থিত গঙ্গাও মেঘনাদের প্রাচীন সঙ্গমস্থান ডবীক এবং গঙ্গাতীরবর্তী গৌড় নগরী হইতে উক্ত সংযোগ - স্থান পৰ্য্যন্ত সমুদয় ভূভাগই ডবাক রাজ্য বলিয়া कथिङ इहेठ” (०) । মিঃ স্মিথের নির্দেশিত ভূভাগ পুও বা বরেন্দ্র বলিয়া পরিচিত । হরিসেন বিরচিত প্রশস্তিতে পুণ্ডের কোনও উল্লেখ নাই ; ছদ্ধর্ষ পরাক্রম (3) Fleet's Gupta Inscriptions No. 1. Page 8. Footnote. (*) • Vide Map shewing The conquest of Samudra Gupta & The Gupta Empire in V. A. Smith's Early History of India (second edition) to face Page 270. (e) J.A.S.B. 1906: