পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩শ অঃ } সমতট বঙ্গে বৌদ্ধধৰ্ম্ম ৪৯৫ পরিব্রাজক ইউয়ান চোয়াং ৬৩৮ খৃষ্টাৰে সহতটের রাজধানীতে আগমণ করিয়াছিলেন। তিনি লিথিয়াছেন, “সমতট রাজ্যে সত্যধৰ্ম্ম ( বৌদ্ধ ধৰ্ম্ম ) ও অপধৰ্ম্ম উভয় ধর্মের বিশ্বাসীগণই বাস করে। এখানে লুনাধিক ত্রিশটি সংঘারাম বিদ্যমান রহিয়াছে। এই সকল মঠে প্রায় ২০০০ পুরোহিত অবস্থিতি করেন । ইহাৱা সকলেই স্থবির নামক বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত। সমতট রাজ্যে নুনাধিক একশত দেবমন্দির বিদ্যমান আছে। ইহার প্রত্যেক দেব মন্দিরেই নানা সম্প্রদায়ভুক্ত লোকসমূহ উপাসনা করে। নিগ্ৰস্থ নামক অসংখ্য উলঙ্গ সন্ন্যাসী এই রাজ্যে দেখিতে পাওয়া যায়। নগর হইতে অনতিদূরে অশোক নিৰ্ম্মিত স্তুপ। এই স্থানে পুরাকালে তগবান তথাগত এক সপ্তাহকাল দেবগণের হিতকল্পে সুগভীর ও রহস্তপূর্ণ শাস্ত্রের ব্যাখ্যা করিয়াছিলেন। ইহার পার্শ্বে যেখানে চারিজন বুদ্ধ উপবেশন ও ভ্রমণ করিতেন, তাহার চিছু বর্তমান রহিয়াছে। এই স্তুপের অনতিদূরে একটি সংঘারামে ক্ষরিত প্রস্তর নিৰ্ম্মিত বুদ্ধমূৰ্ত্তি প্রতিষ্ঠিত। এই মূৰ্ত্তি আটফিট উচ্চ”। অপর চৈনিক পরিব্রাজক ইং-সিং ৬৭২ খৃষ্টাব্দে ভারতবর্ষে আগমন করেন। তিনি লিখিয়াছেন, তৎপূৰ্ব্বে সেঙ্গচি নামক জনৈক চীন দেশীয় পরিব্রাজক দক্ষিণ সমুদ্র বাহিয়া জলপথে চীনদেশ হইতে সমতটে আগমন করিয়াছিলেন। র্তাহার বিবরণী হইতে জানা যায়, যে তৎকালে তিনি হো-লো-শে-পো-তো” নামক একজন নিষ্ঠাবান উপাসককে” সমতটের সিংহাসনে সমাসীন দেখিতে পাইয়াছিলেন। এই নরপতি বৌদ্ধধর্মের প্রধান পৃষ্ঠপোষক, বৌদ্ধ শ্রমণ গণের অদ্বিতীয় প্রতিপালক সদ্ধৰ্ম্মের এক নিষ্ঠ সাধক এবং ত্রিরদ্ধের প্রতি পরম ভক্তিমান ছিলেন। ইউয়ান চোয়াং ৬৩৮ খৃঃ আন্দ্রে সমতটের রাজধানীতে দ্বিসহস্ৰ শ্ৰমণ { দেখিতে পাইয়াছিলেন। কিন্তু এই অল্পকাল মধ্যেই পরম পৌগতোপাসক