পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩শ জঃ ] সমতট বঙ্গে বৌদ্ধধৰ্ম্ম। 8æዊ আসরফপুরের প্রথম তাম্রশাসন দ্বার দশদ্রোণাধিক নবপাটক ভূমি রাজকুমার রাজরাজভট্টের আয়ুষ্কামনার্থে আচাৰ্য্যবদ্য সংঘমিত্রের বিহার বিহারিক চতুষ্টয়ে এবং অপর শাসন দ্বার দশদ্রোণাধিক ষটপাটক ভূমি ত্রিরত্নের উদ্দেণ্ডে শালি বৰ্দ্ধকস্থিত আচার্ষ্য সংঘমিত্রের বিহারে প্রদত্ত হইয়াছে। এই তাম্রশাসন হইতে আরও জান ৰায় যে, শাসন ভূমির অনতিদূরে একটি বুদ্ধ মণ্ডপ প্রতিষ্ঠিত ছিল। তারানাথের গ্রন্থ হইতে জানা ৰায় যে, পালবংশীয় প্রথম ভূপতি গোপাল মারিচা মূৰ্ত্তির উপাসক ছিলেন (১)। বিক্রমপুরের অন্তর্গত কুকুটির ও পণ্ডিতসার গ্রামে কয়েকটি মারিচাঁ মূৰ্ত্তি পাওয়া গিয়াছে। দেবপাল দেব সোমপুর বিহারের মন্দির নিৰ্ম্মাণ করিয়াছিলেন (২ )। এই সোমপুর বিহার সমতটের অন্তর্গতছিল। খৃষ্টিয় দশম শতাব্দী ব। তৎ সমীপবৰ্ত্তি কোনও সময়ে “সামতটিক সোমপুর মহাবিহারের মহাযান মতাম্বলম্বী বিনয়বিৎ স্থবির বীৰ্য্যেন্দ্র” (৩ ) বুদ্ধগয়াতে প্রস্তর নিৰ্ম্মিত একটি বুদ্ধমূৰ্ত্তি প্রতিষ্ঠাপিত করিয়া তাহার এক পার্শ্বে অবলোকিতেশ্বর ( 8 ) এবং অপর পাশ্বে মৈত্রেয় মূৰ্ত্তি স্থাপন করিয়াছিলেন। এই মূৰ্ত্তির দক্ষিণপার্শ্বে লিখিত আছে – (») Indian Antiquary Vol IV. Page 364. (*) Ibid Page 366. ( 3 ) *ঞ্জীসামতটিকঃ প্রবর ম হা বান বায়িনঃ শ্ৰীমৎ সোমপুর মহাविशब्रिग्न विनम्नदि९ इविग्न-शैौर्षाक्षश्च । স্বদত্র পুণ্য স্তম্ভবত্বাচার্ধ্যোপী ধ্যায় ]-মাতা-পিতৃ-পূৰ্ব্বঙ্গমং কৃত্বা সকল { সত্ত্ব স্লাশে ]রমুক্ত জ্ঞান বাগুর ইতি’ । Archaelogical Survey Reports 1908-09, Page 158. ডাঃ ব্লক এই লিপিরকাল দশম শতাব্দী বলিয়া নির্দেশ করিয়াছেন । ( s ) সোনারঙ্গগ্রামে একখানি অবলোকিতেশ্বর মূর্কি আবিষ্কৃত হইয়াছে। ৩২