পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@》8 ঢাকারইতিহাস । [ २ग्न थ७ দেবগ্রামের প্রাচীনত্ব প্রতিপাদন করিতে যাইরা নগেন্দ্র বাবু লিখিতেছেন—* "ষ্টীয় ১০ম শতাব্দীতে গুড়বমিশ্রের গরুড়স্তম্ভলিপিতে বর্ণিত ह्हेब्राप्झ् “দেবগ্রামভবা ধন্ত দেবীন্থ তুলালয়ালোকসঙ্গীপিতঃপ । দেবকীব তস্মাদগোপালপ্রিয়কারকমস্থত পুরুষোত্তমম্। এই শিলালিপির প্রমাণেও আমরা বলিতে পারি যে, খৃষ্টীয় ১০ম শতাব্দীর পূৰ্ব্ব হইতেই দেবগ্রাম প্রসিদ্ধ ছিল। এই স্থানে গৌড়েশ্বর নারায়ণপালের প্রধান মন্ত্রী গুড়বমিশ্রের মাতুলালয় ছিল বলিয় তাহার প্রশস্তিকার সগৌরবে এই দেবগ্রামের উল্লেখ করিয়াছেন”। নগেন্দ্র বাবুর উদ্ধৃত শ্লোক গরুড়স্তস্তলিপিতে দৃষ্ট হয় না। ১৮৭৪ খৃষ্টাব্দের এসিয়াটিক সোসাইটির পত্রিকায় গরুড়স্তম্ভলিপির একটি ভ্রমপ্রমাদপূর্ণ পাঠ প্রকাশিত হইয়াছিল ( ১ ) । অবশেষে অধ্যাপক কিলহর্ণের অধ্যবসায়বলে একটি মূলামুগত পাঠ মুদ্রিত হইয়াছিল বটে (২), কিন্তু তাহাতেও সমুদয় সংশয়ের নিরসন হইয়াছিল না। পরে গৌড়লেখমালায় একটি বিশুদ্ধ পাঠ প্রকাশিত হইয়াছে (৩)। কিন্তু কি এসিয়াটিক সোসাইটির পত্রিকায় প্রকাশিত পাঠ, কি অধ্যাপক কিলহর্ণের পাঠ, অথবা কি গৌড়লেখমাল-বৃত পাঠ, কোথায়ও নগেন্দ্র বাবুর উদ্ধৃত তত স্তেভো দীে রাজা সন্তোষ বিমলাননঃ। ধন রত্ন বস্তুভারান হালিকাঙ্কোপজীবনম" ॥ বঙ্গাল চরিত-সোসাইটির সংস্করণ, ৫ম অধ্যায়। * बर्कमांप्नब्र हैठिकष-ee शृं♚ी । (*) J. A. S. B. 1874. Pages 356-358 (3) Epigraphia Indica Vol. ff. Pages r6r-164. (e) thossini-o-o: નૂના