পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&३e ঢাকার ইতিহাস । [२ग्न थ७ তাহার কেহই বৰ্ম্মবংশীয় বলির পরিচিত নহেন । স্বতরাং ঢাকা-বিক্রম পুরকেই প্রাঙ্গেণীয় ভূপতি ভোজবৰ্দ্ধার জয়স্কন্ধাবার বলিয়া নির্দেশিত করিতে হয়। রামপাল এবং তদীয় কনিষ্ঠ পুত্র মদনপালের রাজ্যকালে রামাবতী যে গৌড়-রাজ্যের রাজধানী ছিল,তাহারামচরিত এবং মদনপালের তাম্রশাসন হইতে জানা যায়। রামাবতীর অবস্থান লইয়া মতভেদ রহিয়াছে, সন্দেহ নাই। নগেন্সবাৰু বগুড়াজেলার মহাস্থানগড়ের নিকট রামপুর নামক স্থানে রামাবতীর অবস্থান নির্দেশ করিয়াছেন (১) । শ্ৰীযুক্ত রাখালদাস ৰঙ্গ্যোপাধ্যায় মহাশয়ের মতে রামাবতী সরকার জন্নতাবাদ বা গৌড়ের সীমামধ্যে অবস্থিত (২) । রামাবতীর অবস্থান গৌড়মণ্ডলেই হউক বা ৰগুড়া জেলায়ই হউক, দেবগ্রাম-বিক্রমপুর এই উভয় স্থানেরই দক্ষিণদিকে এবং ঢাকা-বিক্রমপুর পূর্বদিকে অবস্থিত। সুতরাং ঐবিক্রমপুরজয়স্কন্ধাবার যে চাক-বিক্রমপুরেই প্রতিষ্ঠাপিত ছিল, তদ্বিষয়ে কোনও সন্দেহ নাই। (२)* స్థ (stvrsts ), sss of: (२) दांत्रांजांद्र हैठिशन-ब्रोपोलहन बप्लTांनीशांच्च यनौठ, २१२ शृः।