পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় অঃ ] গুপ্ত সাম্রাজ্য । 8ሞት পদানত হইল। পরাক্রান্ত হুণগণ যখন গুপ্ত সাম্রাজ্যের পশ্চিমপ্রান্ত আক্রমণ করিল তখন সম্রাট বার্থক্যে উপনীত হইয়াছেন। কুমার স্কন্দগুপ্ত তৎকালে মথুরার শাসনকর্তা রূপে বিরাজিত। কিন্তু স্কন্দ্রগুপ্তের অসীম রণনৈপুন্যও হশগণের শক্তি পৰ্যন্ত করিতে সক্ষম হইল না। মথুরা শত্রুসৈন্যের করকবলিত হইল। পাটলীপুত্র নগরী ও উহাদের আক্রমণ হইতে রক্ষা পাইয়া ছিলনা। ar ৪৫৫ খৃঃ অঙ্গে কুমার গুপ্তের মৃত্যু হইলে যুবরাজ স্কন্দ্রগুপ্ত সম্রাট উপাধি ধারণ করিয়া সিংহাসনে আরোহণ করেন। ফরিদপুর জেলার . অন্তর্গত কোটালীপাড় নামক স্থানে স্কন্দ্রগুপ্তের স্কন্দগুপ্ত । মুদ্র আবিষ্কৃত হইয়াছে । ইনি যেমন অসাধারণ 80 (!-8b-e ধীর তেমনই রণনীতি বিশারদ পণ্ডিত ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের ন্যায় ইনিও বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করিয়াছিলেন। তাহার রাজত্ব সময়ে মধ্য এসিয়-বাসী হণগণ প্রলয় প্লাবনের মত্ত সমগ্র উত্তরাপথে পরিব্যাপ্ত হইয় পড়ে } ইহাদিগের উপদ্রবে কত স্বশস্ত শুামল ক্ষেত্র, কত সমৃদ্ধ নগর যে ভীষণ শ্মশানে পরিণত হইয়াছিল তাহার ইস্বত্ত নাই। সম্রাট স্বন্ধগুপ্ত প্রথম বারের আক্রমণকারিগণকে পরাভূত করিয়া সাম্রাজ্য রক্ষায় সমর্থ হইয়াছিলেন। দ্বিতীয় বায়ের আক্রমণে উছায় পঞ্জাবের উত্তর পশ্চিম সীমাস্তবত্তী গান্ধারাধিপতি কুবাণ বংশীয় রাজাকে পরাজিত করিয়া ক্রমশঃ বধ্যপ্রদেশের দিকে অগ্রসর হইতে থাকে এবং আমুমানিক ৪৭• খৃষ্টাঙ্গে দশগুপ্তের রাজ্যের দ্বারদেশ আক্রমণ করিতে আরম্ভ করে। এবার তিনি উহাদিগের গতির প্রতিরোধ করিতে সমর্থ হইলেন না। হশদিগের সহিত যুদ্ধের ব্যয় নির্বাহাৰেঙাহাকে বিশেষ প্রাস পাইতে হইয়াছিল, *शबिउ श्छ; कांब्र१ छौब ब्रांजरस्त्र अषबडांप्नं यक्रांबिउ cष गव्रतब