পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 9 | এই গ্রন্থ মধ্যে বহু অভিজ্ঞ ও কৃতবিদ্ধ পুৰ্ব্ব হুরিগণের লেখার প্রতিবাদ করা হইয়াছে। কিন্তু তাহ বলিয়া সেই সমুদয় মহাত্মাগণের প্রতি প্রতিযোগীতার ভাব পোষণ করা ত দূরের কথা, তাহাদিগের মধ্যে অনেকেরই চরণ-প্রান্তে উপবেশন করিয়া গৌরব বোধ করিবার স্পৰ্কা করিতেও ভরসা পাই না। আমার ক্ষীণ বুদ্ধিতে যাহা সমীচীন ও প্রকৃত সত্য বলির প্রতিভাত হইয়াছে, তাছাই অকপটে প্রকাশ করিয়াছি। বিশেষজ্ঞগণের ৰিচারে আমার মন্তব্য দোষ-যুক্ত বলির প্রতিপন্ন হইলে বারাস্তরে সংশোধিত হইতে পারিবে । - বঙ্গদেশে বৈজ্ঞানিক প্রণালীতে ইতিহাস রচনার পথ-প্রদর্শক পরম শ্রদ্ধাভাজন বন্ধুবর ঐযুক্ত রমাপ্রসাদ চন্দ-বিরচিত গৌড় রাজমালা প্রায় হুই বৎসর কাল পৰ্য্যস্ত এই লেখকের নিত্য সহচর ছিল । স্থানে স্থানে মতভেদ থাকিলেও একথা মুক্ত-কণ্ঠে স্বীকার করিব যে, গেীভূ-রাজমালার স্তায় অমূল্য গ্রন্থ প্রকাশিত হওয়াতেই বঙ্গদেশে ইতিহাস রচনার প্রণালী আমূল পরিবর্ধিত হইয়াছে। মৃতরাং রমাপ্রসাদ বাবুর নিকট ষে বদীয় ঐতিহাসিকগণ অপরিশোধনীর ঋণ পাশে আবদ্ধ তষিয়ে কোনও সন্দেহ নাই। এই গ্রন্থ প্রণয়ন কালে প্রত্নতত্ত্ব-বিশারদ স্বপ্রসিদ্ধ ঐতিহাসিক পরম শ্রদ্ধাস্পদ বন্ধুবর গ্রীযুক্ত রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তা বিরচিত Pal Kings of Bengal ste missif ests wat wfin esia *ओं नश्&श् कब्रिदाग्न अवणब्र थशान कब्रिदाश्रिणन । हेश यक्रम এসিয়াটিক সোসাইটি কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত হইয়াছে। পাল রাজগণ সম্বন্ধে যাহা কিছু জ্ঞাতব্য, তৎসমুদাই এই অমূল্য গ্রন্থে অতি ৰিচক্ষণতায় সচিত্ত লিপিৰদ্ধ হইয়াছে। পাল রাজগণের রাজত্বকালের ইতিহাস রচনা করিবার সময়ে এই পাণ্ডুলিপি হইতে সংগৃহীত