পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ત્યારે - ঢাকার ইতিহাস । [ २$ भस्ॐ'ी ফুলকে পরাজিত করিয়াছিলেন । সম্ভবতঃ ৫৩০ খৃষ্টাৰে আখৰ তৎসমীপবৰ্ত্তি কোনও সময়ে নরসিংহগুপ্ত মৃত্যু-মুখে পতিত হইয়াছিলেন। ভিতরি রাজমুদ্রার ফ্লিট সাহেবের পাঠোদ্ধার হইতে জানা গিাছে যে, ৰালাদিত্য-মহিষীর নাম মহালক্ষ্মীদেবী (১)। এই মহালক্ষ্মীদেবীরতীৰ্ত্তই দ্বিতীয় কুমারগুপ্তের জন্ম হয়। কালীঘাটে গুপ্তরাজগণের যে সমুদয় মুদ্রাপ্রাপ্ত হওয়া গিয়াছে, তাহার অধিকাংশই নরসিংহগুপ্ত এবং দ্বিতীয় কুমার গুপ্তের মুদ্রা। ঐ মুদ্রাগুলির মধ্যে কতকগুলি মুদ্রায় রাজার হস্তের নিয়ে “বিষ্ণু” এই শৰাটি লিখিত আছে। সম্ভবতঃ ঐ মুদ্রাগুলি গুপ্তবংশীয় বিষ্ণুগুপ্তের মুদ্রা । ইনি দ্বিতীয় কুমারগুপ্তের পরেই সিংহাসন প্রাপ্ত হইয়াছিলেন। বিষ্ণুণ্ডপ “চন্দ্রাদিত্য” নাম পরিগ্রহ করিয়াছিলেন, কারণ ইহার মুদ্রায় পশ্চান্ধিকে “চন্দ্রাদিত্য” শৰ্ম্ম পরিলক্ষিত হইয়া থাকে। ডাঃ ছোংলি এই মুদ্রাগুলিকে যশোধৰ্ম্মনের মুদ্রা বলিয়া মনে করেন। তিনি মুদ্রার পশ্চাদিকের শব্দটি "ধৰ্ম্মাদিত্য" বলিয়া পাঠোদ্ধার করিয়াছেন । বস্তুতঃ এই শৰাটি অর্থাদিত্য নহে, চন্দ্রাদিত্যই বটে। মুদ্রাগুলি ধে গুপ্তরাজগণেরই জজুরূপ তৰিযয়ে কোনও সন্দেহ নাই । পুরগুপ্তের মৃত্যু হইলে তদীয় পুত্র নরসিংহ, বালাদিত্য নাম পরিগ্রহ করিয়া সিংহাসনে আরোহণ করেন। বৌদ্ধ ধৰ্ম্মে ইহার অফুরাগ ছিল ৰলিয়া, ইনি নালদে একটা বিহার নির্মাণ করিয়াছিলেন। পূৰ্ব্ব জালৰাৰি পতি তামুগুপ্ত ইহার সমসাময়িক। ৫৩০ খৃষ্টাঙ্গের সমকালে বালাদিত্যের মৃত্যু হইলে তদীয় পুত্র কুমার গুপ্ত সিংহাসন লাভ করেন । সম্ভবতঃ ইনিই গুপ্তবংশীয় শেষ সম্রাট । ষষ্ঠ শতাব্দীর মধ্যভাগে ইনি পরলোক গমন করেন। ইহার পরে যে একাদশ জন গুপ্ত রাজগণের নাম পাওn ( ; ). Indian Antiquary 1890 Page 227. .اة