পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s ] প্রমাণ-পঞ্জীই আমার প্রধান অবলম্বন ছিল। চন্দ্রয়াজগণের বিবরণ মুদ্রিত হইবার সময়ে, রাখাল বাবুর বাঙ্গালার ইতিহাস প্রকাশিত হইয়াছে। বলা বাহুল্য যে, গৌড়-রাজমালার স্থায় এই উপাদেয় গ্ৰন্থখানি তদবধি একদিনের জন্তও চক্ষের অন্তরাল করিতে ভরসা হয় নাই। রাখাল বাবুর গ্রন্থদ্বয় বাঙ্গালার ইতিহাস রচনার পথ সুগম করিয়া দিয়াছে ; সুতরাং এই অবসরে ঠাহাকে আমার আস্তৱিক কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়া কৃতাৰ্থ বোধ করিতেছি। পণ্ডিত প্রবর কিলছন প্রমুখ পাশ্চাত্য পণ্ডিতগণের অনন্যসাধারণ অধ্যবসায় বলে প্রাচীন শিলালিপি এবং ধাতুপট্রলিপির পাঠোদ্ধার হইয়া এপিগ্রাফিক ইণ্ডিকা, ইণ্ডিয়ান এন্টিকোয়ারি,এলিয়াটিক সোসাইটির পত্রিকার্দিন্তে উস্থা প্রকাশিত হইয়াছে। আচাৰ্য্যপাদ প্রযুক্ত অক্ষয় কুমার মৈত্রের মহাশয় বঙ্গভাষায় এই সমুদয় লেখমালার সঙ্কলন করিয়া লেখমালার প্রথম স্তবক প্রকাশ করিয়াছেন। বর্তমান গ্রন্থে অক্ষয় বাবুর এই অমূল্য পুস্তক ও পাদটীকায় লিখিত তদীয় মন্ত্যব্যাদি হইতে অনেকস্থান উদ্ধত করিয়াছি। বঙ্গ ভাষা মাত্র অবলম্বন করিয়া এই সমুদয় পুরাতন লিপির সম্যক্ পরিচয় লাভের উপায় ছিল না ; সুতরাং পূজ্যপার মৈত্রের মহাশয়ের গ্রন্থ যে বঙ্গীয় ঐতিহাসিক মাত্রেরই গৌরবের আদরের জিনিষ হইয়াছে তদ্বিষয়ে কোনই সন্দেহ নাই । এতদ্ব্যতীত পূজ্যপাদ মহামহোপাধ্যায় ত্রযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত রাম রচিত গ্রন্থ এবং উহার ভূমিকা এবং প্রত্নতত্ত্ববিদ স্বধী ঐযুক্ত মনোমোহন চক্ৰৰন্ত মহাশয়ের সম্পাদিত এবং এলিয়াটিক সোসাইটির পত্রিকায় প্রকাশিত পৰন দূতম্ গ্রন্থ ও অধ্যাপক ঐযুক্ত রাধাগোবিদ ৰসাকের লিখিত প্রবন্ধাদি হইতে যথেষ্ট সাহায্য প্রাপ্ত হইয়াছি। ছিন্নবর্ণার কাল নির্ণর প্রসঙ্গে এবং সেন রাজগণের ইতিহাস রচনা