পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ জঃ } আশোধৰ্ম্মল । ૬૧ মাসোর লিপিত্ৰয়ের এক খানিতে যশোধৰ্ম্মন ও বিষ্ণুবৰ্দ্ধন এই জুইটি নাম উল্লিখিত হইয়াছে। ডাঃ হোয়ণ লি বলেন, প্রশস্তিতে *m to artfeifs:” (this very same sovereign ) bos স্বছিয়াছে, সুতরাং যশোধৰ্ম্মন ও বিষ্ণুবৰ্দ্ধন অভিন্ন। কিন্তু ঐ প্রশস্তিতে * “বিজয়তে জগতীম্‌ পুনশ্চ স্ত্রবিষ্ণুবৰ্দ্ধন নরাধিপতি যশোধৰ্ম্মন ও স এব, লিখিত আছে। সুতরাং অপর কোনও বিষ্ণুবন্ধন। প্রশস্তি বা প্রমাণাবলি প্রাপ্ত না হওয়া পর্যন্ত একটি মাত্র প্রশস্তির উপর নির্ভর করিয়া যশোধৰ্ম্মন ও বিষ্ণুবৰ্দ্ধনকে অভিন্ন বলিয়া গ্রহণ করা যাইতে পারে না। এই প্রশস্তি হইতে জানা যায় যে ৫৯• মালবাদে বা ৫৩৩-৩৪ খৃষ্টাব্দে বিষ্ণুবর্ধনের মন্ত্রীর ভ্রাত দক্ষ একটি কুপ খনন করিয়াছিলেন। ইহাতে যশোধৰ্ম্মনকে কেবলমাত্র “জনেত্ৰ” বলিয়াই পরিচিত করা হইয়াছে। কিন্তু বিষ্ণু বন্ধনের প্রশংসাবাদে প্রশস্তির অনেক স্থান অধিকৃত হইয়াছে। প্রশস্তি-দাতা পুরুষানুক্রমেই বিষ্ণুবৰ্দ্ধন এবং তদীয় পূৰ্ব্বপুরুষগণের সহিত ঘনিষ্ঠতায় আবদ্ধ। যশোধৰ্ম্মন সম্বন্ধে লিখিত হইয়াছে যে, এই “নরাধিপতি” উত্তর ও পূৰ্ব্বদিকস্থ প্রবল পরাক্রান্ত নরপতি গণকে পরাজিত করির রাজাধিরাজ” এবং পরমেশ্বর"উপাধি লাভ করিয়া ছিলেন এবং তিনি “ঔলিকর-লাঞ্ছিত কিরীট ধারণ করিতেন। শোধৰ্ম্মন ও বিষ্ণুবৰ্দ্ধন অভিন্ন হইলে বিষ্ণুবৰ্দ্ধনের প্রশংসাবাদ মধ্যে মিহির কুলের পরাজয় কাহিনী অযুল্লিখিত থাকিবার কারণ কি ? অবশ্ব ৫৩৪ খৃষ্টাবের পরে মিহির কুলের পরাজয়ব্যাপার সংঘটিত হইলে প্রশস্তিতে উৎ স্থান পাইতে পারে না। কিন্তু ৫৩৪ খৃষ্টাবের পরে মিহির কুলের পাৰিত হইবার সম্ভাবনা নাই। এই প্রশস্তির সহিত মাসোরে প্রাপ্ত | কুমারগুপ্ত (১ম) ও বন্ধুবৰ্ণায় প্রশস্তি, বুগুপ্ত এবং বাস্তৃবিয়ে ইয়াণ