পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

? ঢাকার ইতিহাস । [३ग्न थ९ فرانئ! প্রশস্তি এবং শশাঙ্ক ও মাধবরাজের তাম্রশাসন তুলনা করিলে মনে হয়, বিষ্ণুবৰ্দ্ধন শোধৰ্ম্মনের অধীনস্থ সামন্ত নৃপতি ছিলেন (১)। যশোধৰ্ম্মন বৃদ্ধ সম্রাট স্বনাগুপ্তের অধীনে তরুণ বয়সে যুদ্ধব্যবসায়ে প্রবৃত্ত হইয়া সৌভাগ্যবলে সামান্ত সৈনিকের পদ হইতে রাজপদবী লাভে সমর্থ হইয়াছিলেন। তরুণ সৈনিক বৃদ্ধ গুপ্ত সম্রাটের পার্থে থাকিয় দীর্ঘকালব্যাপী হুণযুদ্ধে বহুস্থানে অসম সাহস প্রদর্শন করিয়াছিলেন। “শত শত যুদ্ধে বৃদ্ধ সম্রাটের প্রাণরক্ষা করতঃ অবশেষে প্রতিষ্ঠানের মহাযুদ্ধে সম্রাট নিহত হইলে যশোধৰ্ম্ম প্রবৃজ্য অবলম্বন করিয়াছিলেন।” কথিত আছে, “স্কন্দ্রগুপ্ত হুণ সমরে জীবনাহুতি প্রদান করিলে মৃত সম্রাটের হস্ত হইতে ইনি সুবর্ণনিৰ্ম্মিত গরুড়-ধ্বজ গ্রহণ পূৰ্ব্বক জলে ঝম্প দিয়া স্বীয় জীবন রক্ষা করিতে সমর্থ হইয়াছিলেন। পরে জনৈক বৃদ্ধ ব্রাহ্মণদ্বেষী বেীদ্ধের পরিচর্য্যায় সবল-দেহ হন। বৃদ্ধ, অবসর মত এই নবাগত যুবকটকে তথাগতের কথা,সদ্ধৰ্ম্মের বিবরণ,প্রাচীন রাজগণের কাহিনী, শ্রবণ করাইতেন। গুপ্তরাজবংশের আধিপত্যকালে আত্মবিচ্ছেদে ও সাহায্যাভাবে কিরূপে সদ্ধৰ্ম্মের অবনতি হইয়াছিল, শক সাম্রাজ্যের অধঃপতনের পর, কিরূপে ইহা ক্রমে ক্রমে শক্তিহীনু হইয় পড়ে, ভখান তথাগতের প্রতিষ্ঠিত সাম্যসংস্থাপক সদ্ধৰ্ম্মের শাখা ভেদ ও শাখা সমূহের কলহ, হীনযান মহাযানের ছন, লিচ্ছৰী বংশের দৌহিত্র সন্তান হইয়াও সমুদ্র গুপ্ত গোপনে সম্বর্ষের কতদূর অনিষ্ট সাধন করিয়াছিলেন, কিরূপে ব্রাহ্মণগণের প্রতি আস্তরিক স্বণ সত্বেও উত্তরাপথবাসিগণ, গুপ্তসম্রাটগণের সহায়তায় বলীয়ান ব্রাহ্মণ (5) Allan's Catalogue of Indian Coins t—r Gupta dynasties. Page. L. v iii Fleet's Gupta Inscription no 19. Indian Antiquary. VI Page 143.