পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঢাকার ইতিহাস । [२झ ५७ ।। »ه বিয়ের স্বমীমাংসা না হটলেও, এই তাম্রশাসনগুলি হইতে অনেক তথ্য নির্ণীত হইতে পারে। প্রথম তাম্রশাসন পাঠে অবগত হওয়া যায় যে, মহারাজাধিরাজ শ্ৰীধৰ্ম্মীদিত্যের রাজত্বকালে,তীয় অম্বগ্রহে মহারাজস্থান্ত বীরকমণ্ডলের অধীশ্বর রূপে এবং জজাব বারক মণ্ডলের “বিষয়-পতি” পদে সমাসীন ছিলেন । এই লিপি ধৰ্ম্মদিs্যের অথবা স্থামুদত্তের তৃতীয় রাজ্যাঙ্কে উৎকীর্ণ হইয়াছিল। “সাধনিক” বাতভোগ, “বিষয় মহত্তর” ইটত, কুলচন্দ্র, গরুড়, বৃহচ্চট, আলুক, অনাচার, ভাশৈত্য, শুভদেব, ঘোষচন্দ্র, অনমিত্র, গুণচন্দ্র, কালসৰ্থ, কুলম্বামী, দুর্লভ, সত্যচন্দ্র, অর্জুন-বপ্ন, কুণ্ডলিপ্ত পুরঃসর প্রকৃতি বৃন্দ্রের নিকট হইতে পূৰ্ব্ব সীমান্তবর্তী স্থান সমূহে প্রচলিত রীতানুযায়ী, এবং শিবচন্দ্রের হস্তের পরিমাপানুসারে“অষ্টক-নবক-নল” দ্বারা অংশবিভাগ করিয়ী ধ্ৰুবিলাতিস্থিত “ক্ষেত্র-কুল্য-বাপত্ৰয়” দ্বাদশ দীনার মূল্যে ক্রয় করতঃ চন্দ্রতারার্কস্থিতি কাল যাবৎ পরিত্র।মুগ্রহকাজী হইয়া ভরদ্বাজ সগোত্র বাজসনেয় এবং ষড়ঙ্গাধ্যায়ী চন্দ্রস্বামীকে যথাবিধি উদক পুৰ্ব্বক সম্প্রদান করিয়াছেন। ধৰ্ম্মাদিত্যের সময়ের দ্বিতীয় তাম্রশাসনে ধারকমণ্ডলের অধীশ্বরের নামোল্লেখ নাই। কিন্তু “নব্যাবকাশিকের” মহা প্রতিহারোপরিক সাগদেবের নাম দৃষ্ট হয়। সম্ভবতঃ এই সময়ে মহারাজ স্থাণুদত্ত বারকমণ্ডল হইতে অপস্থত হইয়াছিলেন, এবং মণ্ডলের শাসনভার মহাপ্রতিহারোপরিকের হন্তেই স্তন্ত ছিল। বিষয়ের “ব্যাপার-কারওঁয়” পদে গোপালস্বামী, নাগদেব কর্তৃক প্রতিষ্ঠিত হইয়াছিল। এই সময়ে বস্তুদেবস্বামী জ্যেষ্ঠ-কায়স্থ নরসেন প্রমূখ “অধিকরণ মহত্তর” এবং সোম ঘোষ পুরঃসর “বিবর মহত্তর দিগের নিকট হইতে পুৰ্ব্বাঞ্চল প্রচলিত মর্যাদাস্থায়ী এবং গুপ্তপাল জস্বভূতির অবধারণাহুসারে “প্রবর্ভবাপাফিক কুল্য পরিমিত বীজ বনোপযোগীভূমি” নিরস্বয় মূল্যে ক্রয় করিয়া বাতাপিতার ও স্বীয় পুণ্য