পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-૧ના ঢাকার ইতিহাস । [२ब्र क्ष७.॥ পরিক অর্থাৎ গুপ্ত মন্ত্রণ সচিবগণ মধ্যে সৰ্ব্বশ্রেষ্ঠ ছিলেন। পূর্বেই উক্ত হইয়াছে যে, এই উপরিকগণই প্রাদেশিক শাসনকৰ্ত্ত, এবং কিয়-পতিগণ স্থানীয় শাসনকর্তা ছিলেন। , ধৰ্ম্মাদিত্যের সময়ে, ধারক-মগুখে জঞ্জাব, এবং সমাচার দেবের সময়ে, পবিক্রক বিষয় পতিপয়ে সমাসীন ছিলেন। গোপচত্রের সময়ে কে বিষয়পতি পদে অধিষ্ঠিত ছিলেন তার্থ জানা যায় না ; সম্ভবতঃ নাগদেবই উপরিক ও বিষয়পতির কার্ক নিৰ্ব্বাহ করিতেন। অধিকরণ বিভাগে, ধৰ্ম্মাদিত্য ও গোপচন্দ্র এই উভয়ের শাসন সময়েই, জ্যেষ্ঠকায়স্থ নয়সেন প্রধান অধিকরণিক বা বিচারপতি ছিলেন। সমাচার দেবের সময়ের তাম্রশাসনে দামুক জ্যেষ্ঠাধিকরণিক বা প্রধান বিচারপতি পদে আসীন ছিলেন । তাম্রশাসনে শিবচন্দ্রের হস্তের পরিমাপ:হসবে ভূমির পরিমাপ করা হইয়াছিল বলিয়া লিখিত আছে ; শিবচন্দ্রকে ১৮ বৎসর হইতে ৭• বৎসর পর্য্যন্ত কার্যক্ষম বলিয়া অনুমান করিয়া লইলে, প্রথম ও তৃতীয় তাম্রশাসনের সময়ের পার্থক্য ৫২ বৎসরের অধিক হয় না, বরং ৪•৪৫ বৎসরও হইতে পারে। প্রথম এবং তৃতীয় তাম্রশাসনে অনাচার এবং ঘোষচন্দ্র নামক মহত্তর দ্বয়ের নামও উল্লিখিত হইয়াছে ; সুতরাং ইহাদিগের প্রতি ও উপরোক্ত যুক্তিই প্ৰযুজ্য। অতএব ধৰ্ম্মাদিত্যের তৃতীয় রাজা হইতে গোপচন্ত্রের উনবিংশ রাজ্যাঙ্ক পর্যন্ত, ৫ং রংয়ের অধিক অতিবাহিত হইয়া ছিলনা, ইহা অম্বুমান করা যাইতে পাৱে। দ্বিতীয় ও তৃতীয় তাম্রশাসনে শিবচন্ত্রকে “প্রতীত ধৰ্ম্মশীল বলা হইয়াছে ; কিন্তু প্রথম শাসনে শিবচন্দ্রের কোনও বিশেষণ নাই। প্রথম তাম্রশাসন উৎকীর্ণ হইবার সময়ে শিবচক্সের সততা সম্বন্ধে কোনও প্রমাণ প্রাপ্ত কুঞ্জয় রায় নাই, বোধ হইতেছে ; সুতরাং প্রথম তাম্রশাসন শিবচন্ত্রের ীেবন সময়ে এবং দ্বিতীয় ও তৃতীয় ভাস্ত্রশাসন তাহার পরণত রঙ্কস