পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টে৫েষ্ট হন। ১৭৭৪ খৃঃ অন্ধে প্রাদেশিক মন্ত্ৰীসভা প্রতিষ্ঠিত হয় এবং রাজস্ব আদায় ও দেওয়ানী আদালতের কার্য্য নির্বাহ জন্য নায়েব পদের স্বষ্টি হয়। মন্ত্রী-সভা দেওয়ানী আদালতের নিম্পত্তির বিচার করিবার ক্ষমতা প্রাপ্ত হন। ১৭৮১ খৃঃ অর্থে গ্রাদেশিক মী সভা উঠিয়া গিয়া কালেক্টরী ও দেওয়ানী আদালত প্রতিষ্ঠিত হর। তৎকালে ঢাকার কালেক্টর ‘চিফ” নামে অভিহিত হইত। এই সময়ে ঢাকা জেলার আয়তন ছিল ১৫৩৯৭ বর্গ মাইল। ক্রমে ময়মনসিংহ, ত্রিপুর প্রভৃতি স্থান ঢাকা কালেক্টরী হইতে পৃথকৃ इड्रेश যায়। ১৮১১ খৃঃ অত্বে ফরিদপুর এবং ১৮১৯ খৃঃ অব্দে বাকরগঞ্জ ঢাকা হইতে বিছিন্ন হয়। ১৮৭৪ খৃঃ অন্ধে শ্ৰীহট্ট ও কাছাড় জেলাদ্বয় ঢাকা বিভাগ হইতে পরিত্যক্ত হয় এবং ১৮৭৫ খৃঃ অঙ্গে ত্রিপুরা জেলাকে ঢাকা বিভাগের অন্তভূক্ত করা হয়। ১৮৮৯ খৃঃ অব্দে ত্রিপুরাও ঢাকা বিভাগ হইতে পরিত্যক্ত হইয়াছে। ইংরেজ শাসন সময়ে সন্ন্যাসী-বিদ্রোহ ও সিপাহী-বিদ্রোহ ব্যতীত এতদ্দেশে অন্ত কোনও অস্তবিপ্লব উপস্থিত হয় নাই । ১৯০৫ সনে শাসন সৌকর্য্যার্থে বঙ্গদেশ দ্বিধা বিভক্ত করিয়া ঢাকায় পূৰ্ব্ববঙ্গের রাজধানী সংস্থাপিত হয় কিন্তু সমগ্র বঙ্গ-ব্যাপী তুমুল আন্দোলনের ফলে সহৃদয় ভারত-সম্রাট ভারতবর্ষে শুভাগমন করিয়া বঙ্গবিচ্ছেদ রহিত করিয়া দেন। ফলে ঢাকায় প্রাদেশিক রাজধানী পুনরায় বিলুপ্ত হয় । খৃষ্টীয় সপ্তম শতান্ধে এতদঞ্চলে যে বৌদ্ধধৰ্ম্ম আধিপত্য বিস্তার করিয়াছিল, অষ্ঠাপি তাহার জের মিটে নাই। এই বিষয় যথা স্থানে আলোচিত হইবে। তৎকালে শত শত বৌদ্ধবিহার, চৈত্য ও সংঘারাম হইতে ভগবান অমিতাভের সাম্যসংস্থাপক নিৰ্ব্বাণমুক্তির অমিয়বাণী প্রতিনিয়ত প্রতিধ্বনিত হইত। আসরফপুরের তাম্রশাসন হইতে অবগত