পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ત્યાર छोकांङ्ग हेंडिशंग । [४६ ९ः জীপ সময়ে এই সন্মিলন স্থান পদ্ম-মেঘনাদের সন্মিলন স্থান হইতে লোঙ্গালোঞ্জি উত্তরে অবস্থিত ছিল। পূৰ্ব্বোক্ত নালা হইতে বাখরগঞ্জের অন্তর্গত মেশিগঞ্জ নামক স্থান পৰ্য্যন্ত নদীর প্রবাহ প্রায় ১২• মাইল tश्री श्र। ऎश शक्4ि-भूकि इहेउ रुि शकिनक्रिरू পরিবর্তিত হইয়৷ দক্ষিণবিক্রমপুরের অন্তর্গত চণ্ডিপুরের দিকে গিয়াছিল (দৈর্ঘ্য প্রায় ২০ মাইল); রেশেলের ম্যাপের (২৩ নিরক্ষ) ঐরামপুর যোজকের মধ্য দিয়া নয়াভাঙ্গনী নামে একটা নূতন নদীর উস্তুৰ হইয় মেঘনাদকে পদ্মার প্রাচীন প্রবাহের সহিত মিলিত করিয়া দিয়াছে। ১৮•• খৃঃ অন্ধের পূৰ্ব্বেই উছা মেঘনাদ হইভে উৎপন্ন হইয়া পদ্মার প্রাচীন প্রবাহ মধ্যে আসিয়া পতিত হইয়াছে। প্রবাহ পরিবর্তনের কারণঃ—একাধিক গ্রন্থকারগণ স্বীকার করিয়াছেন যে, ১৭৮৭ খৃঃ অব্দের প্রবল বস্তাই ব্ৰহ্মপুত্র নদের প্রবাহ পরিবর্তনের কারণ। তিস্তানদী গঙ্গা হক্টতে বিচ্ছিন্ন হইয় ব্ৰহ্মপুত্রের সহিত মিলিত হইয়াছে। এই প্রবাহ জিনাই (যখুন ) নদীর মধ্যদির নূতন পথ প্রাপ্ত হইয়াছিল। বর্তমান সময়ে ইহাই ব্ৰহ্মপুত্র অথবা যুবুনার প্রধান প্রবাহ। এই প্রবল বস্ত পদ্ম ও মেঘনাদের দক্ষিণেও অনেক দূর পর্যন্ত প্রসারিত হইয়াছিল। ঐ সময়ের প্রাচীন কাগজ পত্রাদি হইতে যে সকল প্রমাণ প্রাপ্ত হওয়া বায়, তাহাতে অনুমিত হয় যে, তিস্তার বক্স স্রোতৃ দুই ভাগে বিভক্ত হইয় এক স্রোত প্রাচীন ব্ৰহ্মপুত্র ও মেঘনাদের মধ্যদিয়া এবং অপর স্রোত গোয়ালদের নিয়ে পদ্মা ও স্ববুনার মধ্য দিয়া (अंदांश्ठि इहेब्राहिल ।

  • .J. A. S. B. 1910,