পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७म्न अ:] প্রবাহ পরিবর্তনের কারণ। ❖ፃ কীৰ্ত্তিমাশার স্রোতঃ খুব প্রবল ছিল । পয়াও মেঘনাদের তলের ( level ) পার্থক্যই ইহার শ্রোতোবেগের প্রাবল্যের কারণ বলিয়৷ কেহ কেহ অনুমান করিয়া থাকেন । রাজাবাড়ীর দক্ষিণপূর্বে রেখেল কর্তৃক প্রদর্শিত পোন্মামার নামক প্রকাও চর বিধৌত হইয়া যাওয়ায় মেঘনাদ নদ কর্তৃক উত্তরদিকস্থ দ্বীপ গুলি ভরাট হইতে লাগিল । এইরূপে প্রকাও একটা যোজকের সৃষ্টি ছইল। এদিকে কীৰ্ত্তিনাশা মেঘনাদের পশ্চিমতাঁর ভাঙ্গিতে আরম্ভ করিল। কিন্তু নূতন নদীটার গতির স্থিরতা ছিল না। স্রোতের প্রাবল্য হেতু ১৮৩০ খৃঃ অব্দে মূলফংগল্প বিধৌত করিয়া নদী এক মাইল দক্ষিণে প্রবাহিত হইতে থাকে। ১৮৪ খৃঃ অব্দে মেঘনাদ প্রবলাকার ধারণ করিতে আরম্ভ করে ; এবং নূতন নদীটী উত্তরদিকে সরিয়া পড়িয়াছে দেখিয়া অনুমিত হয় যে, পদ্মার স্রোতঃ উত্তরদিকে প্রবণ ছিল। এই নূতন নদী হইতে মেঘনাদের পশ্চিমপাড় পর্যন্ত দক্ষিণদিকে প্রকাও চর পড়ির দ্বীপের চরের সহিত সংযুক্ত হয়। এত বেশী চর পড়িয়াছিল যে, কীৰ্ত্তিনাশার भूष तक रुझेब्र याeब्राग्न, हेह च्छनिक निम्न थबांश्ऊि श्हेबाब्र श्यांश অনুসন্ধান করিতে ছিল। মুরপুর হইতে পাচ্চরের ধার দিয়া প্রায় ভদ্রাসন পৰ্য্যন্ত কীৰ্ত্তিনাশা পুনরায় উষ্কার পুরাতন থাত দিয়া প্রবাহিত হইতে লাগিল। এখানেও ইহার উত্তর দক্ষিণ প্রবণৰ পুনরায় প্রকাশ পায় ; এবং গতি চাঞ্চল্য বশতঃ ইগ খাগুটিয়ার (সম কোটের) ধার দিয়া এৰাহিত হইয়া পুরাতন কীৰ্ত্তিনাশার সঙ্গম স্থানে অবস্থিত দেব মদিয়াদি গছ খাগুটিয়া গ্রাম বিধ্বস্ত করে। ফলে রাজনগর হইতে মূলফংগঞ্জ পর্যন্ত আর ७कप्रै न्ठन नौब्र शटे श्छ। “हे नबद्र (*४५४-७०) cबक्नॉरहब्र गश्ठि মূৰ্ত্তন নৰীয় সঙ্গম স্থানে,পশ্চিম তীরে,নূতন মদীতে যে চর উৎপন্ন ইয়ছিল তাৰ প্রকাও আকার ধারণ করে। পর স্বতন পথে ৰাছির হইতেলে