পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় অঃ ] প্রাকৃতিক বিপৰ্য্যয়ের সাধারণ কারণ। §§ প্রবাহিত হইয়া প্রান্ত ভাগে পদ্মা ও মেঘনাদের সঙ্গম স্থলের নিকটে উহাদের সহিত মিলিত হইয়াছে। নদী প্রবাহের নিত্য পরিবর্তনের ফলে নিকটবর্তী স্থান সমূহ বিশেষ ভাবে ক্ষতিগ্রস্থ হয়। নদীর পরিত্যক্ত খাত ঝিলে পরিণত হইলে, দ্বীপ-উৎপাদন-কারী স্রোতস্বতীর বক্রতা হেতু পার্শ্ববর্তী ভূমি অপেক্ষ ঝিল সমুঙ্গের উচ্চতা অধিক হইয়া থাকে। প্রাকৃতিক নিয়মাধীনে সময় ক্রমে নদীপ্রবাহ উচ্চ ভূমি পরিত্যাগ করিয়া পার্শ্ববর্তী নিয় ভূমির দিকে ধাবিত হয় ; ফলে নদীগর্ভ ভরাট হইয়া যায়, অথবা সমুদ্রের নিকটবৰ্ত্তী হইলে উহা ক্ষুদ্র থাড়িতে পরিণত হয় ( ১ ) । ফাগুসন লাহেবের মতে নদীপৃষ্ঠের ক্রম-নিয়ত এক মাইলের মধ্যে ছয় ইঞ্চির অধিক হইলে উহা তীরধ্বংশনীতির অনুসরণ করিয়া থাকে। কিন্তু ক্রমনিম্নত। উহা অপেক্ষা কম হইলে স্রোতোবাহিত পলিমাটি তল দেশে সঞ্চিত হইতে থাকে (২)। খাতের সমীপবৰ্ত্তী স্থান সমূহের উচ্চতা বৃদ্ধি করিয়া প্রবাহের পুনঃ পুনঃ পরিবর্তন দ্বারা বদ্বীপস্থ অধিকাংশ ভূমি অধিকার করিবার জন্ত গঙ্গা-ব্রহ্মপুত্রের সংগ্রাম এবং তাহার ফলাফল ফাগুসন সাহেব পুঙ্খানুপুঙ্গ রূপে বিবৃত করিয়াছেন। অধুনা বদ্বীপের ৰে পরিবর্তন সংসাধিত হইয়াছে তাহার কারণ অনুসন্ধান করিতে মাইয় তিনি মধুপুর অঞ্চলস্থিত ভূমির উচ্চতার প্রতিই অন্ধুলি নির্দেশ (3) Geology of India Pt. I (Page 406-408,) by Medlicott and Blanford. ● (*) See Mr. Fergusson's paper. I. G. S. XIX 1863. p. 321 and 330. - - z: