পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। খাল । ঢাকা জেলায় অনেকগুলি খাল আছে। তন্মধ্যে তালতলার খাল, দোলাইথাল, মেদীখালী, তাতিবাড়ীর খাল, আকালের খাগ, আড়ালিয়ারখাল, ইলিসামারী, তুলসীখালি, ব্রাহ্মণবালির খাল, মীর কাদিমের খাল, গোয়ালখালী, কুচিয়ামোড়ার থলি, মৈনটের খাল, যাত্রাবাড়ীর খাল, শিববাড়ীর খাল, ও পাইনার খাল স্বপ্রসিদ্ধ। তালতলার খাল-এই খাল তালতলার নিকটে ধলেশ্বৰী হইতে উৎপন্ন হইয়া মালখানগর, ফেগুনাগার, কেচাল, সিলিমপুর, বালিগাও প্রভৃতি স্থানের পার্থ দিয়া বছরের নিকটে পায় পড়িয়াছে। এই বিখ্যাত পয়ঃপ্রণালী খণিত হওয়ায় ধলেশ্বরী হইতে পায় বাতায়াতের পথ সুগম হইয়াছে। কীৰ্ত্তিনাশা ও মেঘনাদ ঘুড়িয়া ধাওয়া অপেক্ষ এই রাস্তা ২০২৫ शरेण সোজা। সুতরাং বরিশাল বাণী মহাজন গণের নৌকা পথে ঢাকায় মূল আনিবার পক্ষে যথেষ্ট সুবিধা হইয়াছে। শীতকালে এই খালের জল অনেক কমিয়া যায়, স্বতরাং ঐ সময়ে মাল বোঝাই করা বড় নৌকা এই পথে যাতায়াত করিতে পারেন। প্রবাদ এই যে, মহারাজা রাজধরন্ডের পুত্র রাজা রামদাস (नeान रुईरु धरे भागत्रै १मिठ इहैछांश्णि; ¢कश् ¢क्र ऐशं রাজধ্যাভের অন্যতম কীৰ্ত্তি বলিয়াও উল্লেখ করিয়া থাকেন। আমাদের तिtव5मांद्र ब्रांशलांग अथंद गबोड ७हे श्रांगौह ग१ड़ाई गांधन