পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঢাকার ইতিহাস ১ম খণ্ড । שו* শ্ৰীনগরের খাল—ধলেশ্বরী হইতে বহির্গত হইয়৷ শ্ৰীনগর, ব্রাহ্মণগাণ্ড প্রভৃতি গ্রামের মধ্যদিয়া লৌহজঙ্গের নিকটে পদ্মায় পড়িয়ছে ; লৌহজঙ্গের নিকট হইতে ইহার একটা শাখা বাহির হইয়৷ গাউদিয়ার নিকটে তালতলার খালে প্রবেশ লাভ করিয়াছে। গোয়ালখালির খাল ও কুচিয়ামোড়ার খাল—iছামতী নদী হইতে বাহির হইয়া ধলেশ্বরী নদীর সহিত সংযুক্ত হইয়াছে। মৈ টের খাল-পদ্মা হইতে বাহির হইয়া ইছামতী নদীতে | প্রবেশ লাভ করিয়াছে। মীরকাদিমের খাল—এই খালট ধলেশ্বরী হইতে বাহির হইয় সেরাজাবাদের নদীতে পড়িয়াছে । " ইলিসামারীর খাল—এই খাল ধলেশ্বরী হইতে বাহির । হইয়া কণাকোপা, নবাবগঞ্জ, বান্দুরা, হোসনাবাদ, জয়পাড়া হইয় পদ্মায় পড়িয়াছে। ব্রাহ্মণ খালির খাল—ইছামতী নদী হইতে বাহির হইয়া বালিয়াথালির মধ্যদিয়া নবগ্রামের বিলে প্রবেশ লাভ করিয়াছে। ঘিয়রের খীল—পুরাতন ধলেশ্বরী হইতে বাহির হইয়া ইছামতী নদীতে পড়িয়াছে। - শিববাড়ীর খাল—এই খাল ধলেশ্বরী হাঁতে বাহির হইয় বরাদিয়া, উখুলী, শিবালয়, নালী, হরিরামপুর, লক্ষ্মীকোল, ও নয়। ৰাড়ীর মধ্য দিয়া পদ্মায় পড়িয়াছে। এই খালের একটা শাখা হাটপাড়া, হোসনাবাদ, দেবীনগর হইয়া নারিসার নিকটে পদ্মায় প্রবেশ করিয়াছে। তেতুল ৰোড়ার খাল—রাজকুণবাড়িয়ার কিঞ্চিৎ দক্ষিণে ধলেশ্বরী হইতে বহির্গত হইয়া মীরপুরের নদীতে পড়িয়াছে।