পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*r e ঢাকার ইতিহাস [ ১ম খণ্ড বালী মহাজন এবং অপরাপর জনসাধারণ ভীষণ তরঙ্গসস্কুল পদ্ম ও মেঘনাদ ঘুড়িয়া ঢাকায় উপনীত হইতে বাধ্য হয়। কিন্তু এই খালট কম্ভিত হইলে ঢাকা হইতে উপরোক্ত অঞ্চলে যাতায়াত করিবার প্রায় ৩০ মাইল পথ সোজ হইয়া যায়। খালে বার মাস জল থাকিলে পাশ্ববর্তী গ্রাম সমুহের উৎকৃষ্ট পানীয় জলের অভাব দূরীভূত হইয়৷ দেশের স্বাস্থ্যোন্নতি সংসাধিত হইবে । হরিশকুলের খালটসংস্কৃত হইলে বহুলোকের উপকার হইবে । জেলার এই অঞ্চলে উৎকৃষ্ট পানীয় জলের একান্ত অভাব পরিলক্ষিত হষ্টয়া থাকে। এখানকার জল এরূপ অপকৃষ্ট যে প্রতিবৎসরই বর্য অন্তে খাল ও বিলে মংস্তের মড়ক দেখা দেয়। ফলে ঐ জল আরও গন্ধময় হইয়া নিতান্ত অপেয় হইয় দাড়ায়। জমসার সমতল ক্ষেত্রে যে সমুদয় লোক কৃষিকাৰ্য্য করিয়া থাকে তাহাদিগের মধ্যে অনেকেই ইছামতী নদীতীরবাসী । সুতরাং এই খালটিতে বার মাস জল ন থাকায় কৃষকগণের দুর্দশার একশেষ হয়। সম্বৎসর মাঠে পরিশ্রম করিয়া মুশস্ত উৎপাদন করিতে সমর্থ হইলেও ক্ষেত্র হইতে শস্য বাড়ী লইয়া যাইতেই তাহাদিগের প্রাণান্ত হয়। পূৰ্ব্বে তাহার ধান্তাদি শস্য ক্ষুদ্র ক্ষুদ্র নৌকায় করিয়া বাড়ী লইয়া যাইত ; কিন্তু এক্ষণে মাঠের পার্থেই অস্বাস্থ্যকর নিম্নভূমিতে অস্থায়ী ক্ষুদ্র কুটার নিৰ্ম্মান করিয়া ধান্ত হইতে চাউল তৈয়ার করিবার জন্য প্রায় মাসাধিক কাল পর্য্যন্ত তাহাদিগকে অপেক্ষা করিতে হয়। g