পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়। বিল ও ঝিল । ঢাকা জেলার বিলগুলিকে সাধারণতঃ দুই শ্রেণীতে বিভাগ করা যাইতে পারে। ऽभ। डैबऊ फूभिश् । বেলাই বিল, সালদহের বিল, লবনদহের বিল, এই শ্রেণীভূক্ত। সালদহ ও লবনদছের বিল মধুপুরের জঙ্গলের অন্তর্গত; এবং মীর্জাপুরের কিঞ্চিং উত্তরে, ভাওয়াল ও কাশিমপুরের অরণ্যানির সীমান্তস্থানে অবস্থিত। এই শ্রেণীর মধ্যে ভাওয়ালের অন্তর্গত বেলাই বিল সুপ্রসিদ্ধ। এই সুবৃহং বিলটার কোনও কোনও স্থানে বার মাসই জল থাকে। বর্তমান সময়ে যে জলভাগ বেলাই বিল নামে অভিহিত হইয়া থাকে তাহার পরিমান ফল প্রায় ৮ বর্গ মাইল। বাড়িয়া, ব্রাহ্মণগাণ্ড, বক্তারপুর প্রভৃতি গ্রাম গুলি এই বিলের মধ্যভাগে অবস্থিত। চারিশত বৎসরের পূৰ্ব্বে এই বিলমধ্যে গ্রামের অস্তিত্ব ছিল না। তৎকালে এই বিলটা একটা খরস্রোতা স্রোতস্বতীরূপে বিরাজ মান ছিল। প্রবাদ এই যে, ভাওয়ালের তদানীন্তন দোর্দণ্ড প্রতাপশালী ভূস্বামী খাট্টশ্বর ঘোষ নামক এক ব্যক্তি এই পয়ঃপ্রণালীটী হইতে ৮০টা খাল কৰ্ত্তন করিয়া নদীজল নিঃশেষিত করিয়া ফেলেন। তদবধি ইহা একটা প্রকাণ্ড বিলে পরিণত হইয়াছে। স্থানীয় একটা ভাটের গান দ্বারা এই প্রবাদটা সমর্থিত হয়। আমরা ঐ গানটী অবিকল উদ্ধত করিয়া দিলাম!